দিনের দ্বিতীয় ওভারে ফিরলেন শান্ত, ব্যর্থ মুমিনুলও

১৯ ওভারে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের কালেক্ট ২ উইকেটে ৪০ রান। ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান (১১) ও জাকির হাসান (১৮)।

Dec 24, 2022 - 12:31
Dec 24, 2022 - 12:34
 0
দিনের দ্বিতীয় ওভারে ফিরলেন শান্ত, ব্যর্থ মুমিনুলও
স্বাগতিকরা এখনও পিছিয়ে ৪৭ রানে।

ঢাকা টেস্টের তৃতীয় দিন চালকের আসনে বসতে প্রথম সেশনের চ্যালেঞ্জটা নিতে হতো বাংলাদেশের। কিন্তু ২য় ইনিংসে ভোরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই তারা উইকেট হারিয়েছে। নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফেরার পর ১ম ইনিংসের হাফসেঞ্চুরিয়ান মুমিনুল হকও আউট হলে চাপে পড়েছে স্বাগতিক দল। ১৯ ওভারে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের কালেক্ট ২ উইকেটে ৪০ রান। ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান (১১) ও জাকির হাসান (১৮)। স্বাগতিকরা এখনও পিছিয়ে ৪৭ রানে। 

৭ রান নিয়ে দিন চালু করা বাংলাদেশের দুই ওপেনারকে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। দ্বিতীয় বলেই আসে বাউন্ডারি। তাদের ওপর বাড়তি চাপ প্রস্তুত করতে সকালের ২য় ওভারটি করতে আসেন বিচক্ষণ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এসেই প্রমাণ করেন নিজের কার্যকারিতা। সমাপ্ত বলটিতে শান্তকে লেগ বিফোরের  ফেলে আউট করেছেন। অবশ্য আগের ডেলিভারিতেও এলবিডাব্লিউর আবেদন হয়েছিল। আম্পায়ার আঙুল না তুললে ভারত রিভিউ নেয়। সাফল্য আসেনি যদিও। আগের ইনিংসে ২৪ রান করা নাজমুল হোসেন এবার ফিরেছেন ৫ রানে।


আগের ইনিংসে প্রতিরোধ গড়া মুমিনুল এবারের অল্পসংখ্যক ওভারই টিকতে পেরেছেন। সিরাজের লেংথ বল বুঝতে না পারায় ব্যাটের কানায় বল লেগে গ্লাভসবন্দি হয়েছেন ৫ রানে।  

দ্বিতীয় দিন ঋষভ পান্ত-শ্রেয়াস আইয়ারের ১৫৯ রানের সুবিশাল জুটিতে ৮৭ রানের লিড পেয়েছে ভারতীয় দল। ১ম ইনিংসে বাংলাদেশকে ২২৭ রানে গুটিয়ে দ্বারা জবাবে সফরকারীরা প্রথম ইনিংসে ৩১৪ রান সংগ্রহ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow