টিকেটে ইংল্যান্ডের বদলে যুক্তরাজ্যের পতাকা, বিসিবি বলছে ‘ভুল নয়’

বুধবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার।

Feb 28, 2023 - 17:47
 0
টিকেটে ইংল্যান্ডের বদলে যুক্তরাজ্যের পতাকা, বিসিবি বলছে ‘ভুল নয়’
সংগ্রহীত ছবি

বুধবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার।

এর মধ্যে অবশ্য শুরু হয়েছে সমালোচনা। টিকিটের গায়ে ইংল্যান্ডের পতাকার বদলে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের পতাকা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।  মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। মঙ্গলবার সকালে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামের বুথে বিক্রি শুরু হয় এই ম্যাচের টিকেট।  

দর্শকদের হাতে টিকেট পৌঁছে যাওয়ার পর দেখা যায়, টিকেটে অংশগ্রহণকারী দুই দেশের নামের ওপরে বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাজ্যের পতাকার ছবি।   যুক্তরাজ্যের অধীনস্থ এই চারটি দেশের আলাদা আলাদা পতাকা এবং রয়েছে আলাদা আলাদা স্পোর্টস ফেডারেশন রয়েছে। সেখানে পুরো যুক্তরাজ্যের পতাকাকে ইংল্যান্ডের পতাকা হিসেবে ব্যবহার মস্তবড় ভুল।

তবে এটিকে ভুল হিসেবে দেখতে নারাজ বিসিবি। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সংবাদ মাধ্যমে জানান, বিষয়টি তাদের নজরে আছে।   “(পতাকার বিষয়টি) আমরা দেখেছি। এটা তো আসলে কোনো ভুল নয়। আমরা যদি আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করতাম তাহলে ভুল বলা যেত। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা যায়। এটি সাধারণ ব্যাপার।” 

টিকেটের বিষয়ে বিসিবির ভুল বা খামখেয়ালিপনা নতুন নয়। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা সকাল ১০টায় শুরু হলেও, টিকেটের গায়ে ছাপা হয় রাত ১০টার কথা। 

এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের টিকেটের গায়ে বাংলাদেশ বানানে ভুল দেখা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow