ঘরে বসে তৈরি করুন আইলাইনার

প্রাচীনকাল থেকেই চোখের সৌন্দর্য বাড়াতে কাজল এবং আইলাইনারের মতো চোখের প্রসাধনীর ব্যবহার হয়ে আসছে। কয়েক বছর আগেও ঘরে তৈরি কাজল ব্যবহার করতো নারীরা। তবে সময়ের সাথে সাথে প্রযুক্তিগত উন্নতির কারণে এসব পণ্য এখন আরও উন্নত ও সহজলভ্য।

Feb 25, 2023 - 16:43
 0
ঘরে বসে তৈরি করুন আইলাইনার
প্রাচীনকাল থেকেই চোখের সৌন্দর্য বাড়াতে কাজল এবং আইলাইনারের মতো চোখের প্রসাধনীর ব্যবহার হয়ে আসছে ঃ সংগ্রহীত ছবি

প্রাচীনকাল থেকেই চোখের সৌন্দর্য বাড়াতে কাজল এবং আইলাইনারের মতো চোখের প্রসাধনীর ব্যবহার হয়ে আসছে। কয়েক বছর আগেও ঘরে তৈরি কাজল ব্যবহার করতো নারীরা। তবে সময়ের সাথে সাথে প্রযুক্তিগত উন্নতির কারণে এসব পণ্য এখন আরও উন্নত ও সহজলভ্য।

তবে চাইলে আপনি এখনো বাড়িতে বসে আপনার নিজের জন্য আইলাইনার তৈরি করতে পারেন। এমনই কিছু পদ্ধতি দেয়া হলো এখানে।

কোকো পাউডার আইলাইনার : কালো আইলাইনার দিতে দিতে বিরক্ত? তাহলে কোকো পাউডার ব্যবহার করুন এবং ব্রাউন আইলাইনারের মতো নতুন কিছুর অভিজ্ঞতা নিন। একটি ছোট বাটিতে এক চামচ কোকো পাউডার নিন। তাতে কয়েক ফোঁটা পানি বা গোলাপজল দিয়ে ভালোভাবে মেশান। তার ফলে জেল জাতীয় যে মিশ্রণ তৈরি হবে সেটা আই লাইনার হিসেবে ব্যবহার করা যাবে। এবার ব্রাউন কালারের আইলাইনার প্রয়োগ করুন।

বাদাম আইলাইনার : প্রাচীনকাল থেকে আইলাইনার তৈরিতে বাদাম ব্যবহার হয়ে আসছে। এটি দৃষ্টিশক্তি বাড়ায় এবং চোখের পাপড়ি বৃদ্ধি করে। একটি মোমবাতির আগুনে বাদাম কালো না হওয়া পর্যন্ত পোড়াতে হবে। তারপর বাদামের সাথে কয়েক ফোটা তেল যোগ করে আইলাইনার তৈরি করে নিন।

বিটরুটের রস দিয়ে তৈরি আইলাইনার : অর্ধেক বিটরুট ভালোভাবে পিষে নিন। বিটরুটের রস ছেঁকে নিয়ে তাতে দুই চা চামচ অ্যালোভেরা জেল যোগ করুন। একটি মসৃণ পেস্ট তৈরি হবে এতে। এরপর সুন্দর করে প্রয়োগ করুন গোলাপী আইলাইনার।

কাঠ-কয়লার আইলাইনার : একটা পাত্রে কিছু কাঠ কয়লা নিয়ে তার মধ্যে নারকেল তেল মিশিয়ে নিন। এবার ভাল করে দুটো উপকরণ মিশিয়ে নিয়ে একটি জেলের মতো মিশ্রণ তৈরি হবে। অনায়াসে এই জেল আই লাইনার হিসেবে ব্যবহার করা যাবে।

কুমকুম আইলাইনার : আপনি যদি নিজেকে আকর্ষণীয় দেখাতে চান তবে কুমকুমের লাল আইলাইনার ব্যবহার করতে পারেন। একটি ছোট বাটিতে এক চামচ কুমকুম গুঁড়া নিন এবং এর সঙ্গে কয়েক ফোটা গোলাপজল যোগ করুন। এগুলো একসঙ্গে মিশিয়ে নিন। টেক্সচারটি ঘন রাখুন। এরপর এটি আপনার চোখে ব্যবহার করতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow