কক্সবাজারে আশ্রয়কেন্দ্রে ২ লাখেরও বেশি মানুষ

কক্সবাজার জেলার ৫৭৬টি সাইক্লোন শেল্টার ও অস্থায়ী শেল্টারগুলোতে এ পর্যন্ত দুই লাখ মানুষ আশ্রয় নিয়েছেন।

May 14, 2023 - 12:25
 0
কক্সবাজারে আশ্রয়কেন্দ্রে ২ লাখেরও বেশি মানুষ
ছবি: সংগৃহীত

রোববার (১৪ মে) জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কক্সবাজার শহরের শেল্টারে আশ্রয় নেওয়া অনেকেই জানিয়েছেন নানান সমস্যার কথা। খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসার কোনো ব‍্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া খাবার ও পানি না পাওয়ারও অভিযোগ করেন অনেকে।

এদিকে কক্সবাজার শহরের উপকূলীয় নাজিরারটেক, সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়াসহ নিম্নাঞ্চল শনিবার রাতে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। সেখানকার অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে পারেননি। তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিতে জেলা প্রশাসনের সমন্বয়ে স্বেচ্ছাসেবকরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উখিয়া টেকনাফে অতি ঝুঁকিপূর্ণ ক‍্যাম্প থেকে রোহিঙ্গাদের সরিয়ে নিতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন কাজ করছে।

আজ সকাল সাড়ে ১০টা থেকে কক্সবাজার শহরসহ জেলাজুড়ে বাতাসের তীব্রতা অনেক বেড়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাগর খুব উত্তাল রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow