আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলা হচ্ছে না বাংলাদেশের

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১১ মার্চ ঢাকায় পা রাখবে আইরিশ ক্রিকেটাররা। এরপর মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে খেলতে যাবে বাংলাদেশ

Feb 12, 2023 - 13:05
 0
আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলা হচ্ছে না বাংলাদেশের

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১১ মার্চ ঢাকায় পা রাখবে আইরিশ ক্রিকেটাররা। এরপর মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে খেলতে যাবে বাংলাদেশ। সেখানে ওয়ানডে সিরিজের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা ছিল টাইগারদের। তবে সেই টি-টোয়েন্টি সিরিজটি এখন অনিশ্চিত। কারণ আইরিশ বোর্ড এখনও এ ব্যাপারে নিশ্চিত করেনি কিছু।

আয়ারল্যান্ডের


  • মে মাসে আয়ারল্যান্ডের ঘরের মাঠে বাংলাদেশকে আতিথ্য দেবার কথা। ওয়ানডে সিরিজের সঙ্গে টি-টোয়েন্টিও খেলার কথা ছিল টাইগারদের। তবে টি-টোয়েন্টি সিরিজটি এখন অনিশ্চিত। এখন পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটের সূচি প্রকাশ করেনি আইরিশ বোর্ড। বিসিবিও এতে হস্তক্ষেপ করতে চায় না।
  • আইরিশ বোর্ডের পক্ষ থেকে বিসিবি এখন পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে কোনো তথ্য পায়নি। জালাল ইউনুসের মতে, ‘টি-টোয়েন্টি এখনও চূড়ান্ত নয়। এটা এখনও কনফার্ম করেনি তারা, হবে কি হবে না। নাও হতে পারে। এরকমও হতে পারে টি-টোয়েন্টির সূচিটা তারা পরে দিতে চাচ্ছে।’


ওয়ানডের পর টি-টোয়েন্টি সূচি যদি ক্রিকেট আয়ারল্যান্ড প্রকাশ করে, তবে সূচি ফাঁকা সময়ে না হলে বিসিবি গ্রহণ করবে না তাদের সিদ্ধান্ত। জালাল ইউনুস আরও বলেছেন,

‘এর পরবর্তীতে আমাদের যে খেলাগুলো আছে সেটার সঙ্গে সাংঘর্ষিক হলে তো আমরাও গ্রহণ করবো না। তারা এটা জানেই ভালো করে। আপনারা জানেন যে ডিসেম্বর পর্যন্ত এফটিপি কনফার্ম। খালি তারিখগুলো জানানো (বাকি)। আমার মনে হয় না এর মধ্যে আবার রিসিডিউল করা যাবে। ‘

ওয়ানডে সিরিজ ইংল্যান্ডে আয়োজন করতে চায় ক্রিকেট আয়ারল্যান্ড। আপাতত এই সূচি ধরেই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট,


ওয়ানডে সিরিজ ইংল্যান্ডে হবে আপাতত সেভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে। জালাল বলছিলেন, ‘এটা কিন্তু চূড়ান্ত নয়। আমি বলছি যে নাও হতে পারে। যদি তারা ম্যানেজ করতে পারে তাহলে অবশ্যই আমাদের জানাবে। আপাতত তিনটা যে ওয়ানডে আছে এটা ইংল্যান্ডে হবে।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow