আজ বিকেলে মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিন আজ

Jan 30, 2023 - 11:54
 0
আজ বিকেলে মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা
আজ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিন আজ ঃ সংগ্রহীত ছবি

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিন আজ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিন আজ


সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ ফারুক সড়ক হয়ে জুড়াইন রেল গেটের কাছে গিয়ে শেষ হবে।

আরও পড়ুনঃ  ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বাড্ডা

  • এর আগে গত শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাড্ডা- রামপুরা সড়কে পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবিতে রাজধানীতে চার দিনের পদযাত্রার প্রথম দিনের কর্মসূচিটি দুপুর আড়াইটায় শুরু হয়ে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গিয়ে শেষ হয়। বিএনপির পদযাত্রা শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পদযাত্রার মধ্যদিয়ে বিএনপি নতুন আন্দোলন শুরু করেছে। এর মাধ্যমে সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে পদত্যাগ করুন। অন্যথায় ভারাক্রান্তভাবে চলে যেতে হবে। পালাবার কোনো পথ পাবেন না।’

আরও পড়ুনঃ সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ মার্চ


এদিকে মিছিল, সমাবেশ, বিক্ষোভের পর বিএনপি শব্দহীন পদযাত্রার তিন দিনের কর্মসূচি পালন করছে। বিএনপি মহানগর দক্ষিণের উদ্যোগে আজ সোমবার যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত পদযাত্রা। এ পদযাত্রা কর্মসূচি শুরু হবে দুপুর ২টায়। এতে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির একজন নেতা জানান, তারা মনে করছেন পদযাত্রার মতো কর্মসূচির মাধ্যমে জনগণের সম্পৃক্ততা বাড়ানো যাবে। এমন কর্মসূচি নগরবাসীর কোনো ব্যাঘাত সৃষ্টি করবে না। তারা এমন অহিংস কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। নেতাকর্মীরাও এতে উৎসাহিত হবে। একটানা নয়াপল্টনকেন্দ্রিক সমাবেশ হওয়ার কারণে ঢাকার কয়েকটি এলাকার নেতাকর্মীদের মধ্যে কিছুটা ঢিলেঢালাভাব চলে আসছে। তাদের ফের রাজপথে চাঙ্গা করতেই এমন ভিন্ন উদ্যোগ। এটি সবার নজর কাড়বে। এ কর্মসূচিতে আওয়ামী লীগ কিংবা পুলিশ বাধার সৃষ্টি করলে তাদেরই ক্ষতি হবে। নেতিবাচক প্রভাব পড়বে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow