আজ থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

Apr 5, 2023 - 12:13
 0
আজ থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল
ছবি: সংগৃহীত

বুধবার (৫ এপ্রিল) সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। যাত্রীদের চাহিদা বিবেচনা করে মেট্রোরেল চলাচলের সময় ২ ঘণ্টা বাড়ানো হয়েছে। রাজধানীর উত্তরা থেকে আগারগাঁওগামী ৯টি স্টেশনে দুপুর ২টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।

প্রসঙ্গত, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত। ২০১২ সালে সরকার এ প্রকল্প হাতে নেয়। এমআরটি লাইন-৬ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।

২০২২ সালের ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে।

এ ছাড়া মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow