আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়েন বিসিবি পরিচালকের স্ত্রী

রাজধানীর গুলশান-২ নম্বরের বহুতল ভবনে আগুন থেকে বাঁচতে সুইমিং পুলে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন সামা রহমান সিনহা (৩৮) নামের এক নারী। পরে ওই নারীকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরে সামান্য দগ্ধ ও গুরুতর আঘাত রয়েছে।

Feb 20, 2023 - 11:25
 0
আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়েন বিসিবি পরিচালকের স্ত্রী
সংগ্রহীত ছবি

রাজধানীর গুলশান-২ নম্বরের বহুতল ভবনে আগুন থেকে বাঁচতে সুইমিং পুলে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন সামা রহমান সিনহা (৩৮) নামের এক নারী। পরে ওই নারীকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরে সামান্য দগ্ধ ও গুরুতর আঘাত রয়েছে।

সামা রহমান সিনহা ক্রিকেট বোর্ডের পরিচালক ফাইম সিনহার স্ত্রী। তারা ওই ভবনের ১২ তলার বাসিন্দা।  রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ডা. সামন্ত লাল

  • বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা কাউকে আশঙ্কামুক্ত বলতে পারি না। এই রোগীর ইনহেলেশন বার্ন হয়েছে। এ ছাড়া ওপর থেকে পড়ে যাওয়ায় তার শরীরের পোড়া ছাড়াও বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের জখম রয়েছে। আমরা তাকে আইসিইউতে রেখেছি। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।


________________________________________________________________________

আরও পড়ুনঃ নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বক্তব্য শুনছে তদন্ত কমিটি
________________________________________________________________________

ফাহিমের পার্সনাল অ্যাসিস্টেন্ট মো. ইসমাইল হোসেন জানান, গুলশানের ওই ভবনটির ১২ তলায় থাকেন তারা। স্বামী-স্ত্রী, তাদের ১ ছেলে ও ২ মেয়ে এবং ফাহিমের মা নাগিনা আফজাল সিনহা থাকেন। তাদের বাসায় বাবুর্চির কাজ করেন রাজু (৩২), বুয়া রোজিনা আক্তার (২২)। এছাড়া কেয়ারটেকারের কাজ করতেন আনোয়ার।

রাজু সিকদার হাসপাতালের আইসিইউ'তে ও রোজিনা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow