বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা নেইমারের ?
জয় যখন নিশ্চিত কিন্তু ৭৯ মিনিটের সময় দেখা যায় মারাত্মক ইনজুরিতে মাটিতে লুটিয়ে পড়েছেন নেইমার
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অসাধারণ বিজয় তুলে নিয়েছে ব্রাজিল। রিচার্লিসনের জোড়া গোলে সার্বিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের বিজয় নিয়ে মাঠ ছড়েছে তিতের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধ পর্যাপ্ত সুযোগ কাজে লাগাতে না পারলেও বিরতির পর দুর্দান্ত দুইটি গোলে বিজয় নিশ্চিত হয় দলটির। তবে বিজয়ের মজা স্থায়ী হয়নি সেলেসাও শিবিরে। কারণ তাদের স্টার ফুটবলার নেইমার সাংঘাতিক চোটে পড়েছেন। ধারণা করা হচ্ছে, শেষবারের মতো বিশ্বকাপ খেলতে আসা নেইমারের ইনজুরি এতটাই গুরুতর যে উনি দলের হয়ে বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না।
৬২ এবং ৭৩ মিনিটে রিচার্লিসনের দুই গোলে টিমের জয় যখন নিশ্চিত, ৭৯ মিনিটে সেই সময় দেখা যায় মাটিতে লুটিয়ে পড়েছেন নেইমার। পরে ধরাধরি করে তাকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে । ব্রাজিলের টিমের ডাক্তার রদ্রিগো লাসমার ম্যাচ শেষে ব্রাজিলিয়ান মিডিয়ায় বলেন, 'আমরা তাৎক্ষণিকভাবে ডাগআউটে নিয়েই চিকিৎসা দিয়েছি। ফিজিও তার সঙ্গে কাজ করছেন। কিন্তু এখন থেকে ২৪ হতে ৪৮ ঘণ্টা পার না হলে ঠিকমতো যাচ্ছে না ।
ব্রাজিলের পরের ম্যাচ আগামী ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপ পর্বে তাদের সম্পন্ন ম্যাচ ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে। আপাতত পরিস্থিতি যা দেখা যাচ্ছে , তাতে উনি মিস করতে পারেন একটানা বিশ্বকাপ
What's Your Reaction?