২৪ রোহিঙ্গা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পথে

বাংলাদেশে আশ্রিত রো‌হিঙ্গা‌দের মধ্যে থে‌কে ১ম ধাপে মা‌র্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হ‌য়ে‌ছেন ২৪ জন রো‌হিঙ্গা।

Dec 8, 2022 - 12:51
 0
২৪ রোহিঙ্গা  বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পথে
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রিত রো‌হিঙ্গা‌দের মধ্যে থে‌কে ১ম ধাপে মা‌র্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হ‌য়ে‌ছেন ২৪ জন রো‌হিঙ্গা।

বৃহস্প‌তিবার (৮ ডি‌সেম্বর) সকা‌লে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন।  পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের একজন কর্মকর্তা এ তথ্য  নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, ১ম ধা‌পে ২৪ লোক রো‌হিঙ্গা পুনর্বাস‌নের উদ্দেশে যুক্তরা‌ষ্ট্রে যা‌চ্ছেন।  

এরআগে গণমাধ্যমে পাঠানো এক উক্তিতে দেশটির দূতাবাসের মুখপাত্র জেফ রিডেইনর বলেন, প্রেসিডেন্ট বাইডেন শরণার্থীদের স্বাগত জানানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিজ্ঞা নিশ্চিত করেছেন। তিনি দেশটিতে ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গাকে আশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যার ভিতরে পূর্ব এশিয়ার দেশগুলো থেকে ১৫ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র সরকার।

এর মধ্যে যুক্তরাষ্ট্র বছরে ৩০০ থেকে ৮০০ রোহিঙ্গা নেবে বলে গতকাল জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েসের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান ড. এ কে আব্দুল মোমেন । 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow