রাশিয়ার তেলের দাম ৬০ ডলারে বেঁধে দিল ইইউ

Dec 3, 2022 - 15:07
 0
রাশিয়ার তেলের দাম ৬০ ডলারে বেঁধে দিল ইইউ
ছবি: সংগৃহীত

রাশিয়ার থেকে ব্যারেল প্রতি ৬০ ডলারেই তেল কিনবে ইউরোপ। এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ইউরোপীয় নেতারা। আগামী ৫ ডিসেম্বর থেকে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল সরবরাহে ইউরোপের নিষেধাজ্ঞা কার্যকর হবে। তার আগেই রুশ তেলের মূল্য নির্ধারণের বিষয়ে ঐকমত্যে পৌঁছালো পশ্চিমা দেশগুলো।

এদিকে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইইউ কূটনীতিকরা জানান, তাদের এ সিদ্ধান্তে তথা ৬০ ডলারে তেল কেনার চুক্তিতে সম্মতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

পরদিন শুক্রবার (২ ডিসেম্বর) চুক্তির প্রতি সমর্থন জানায় পোল্যান্ডও। আল জাজিরা জানায়, রোববার (৪ ডিসেম্বর) চুক্তিটি বিস্তারিত ইইউর আইনি জার্নালে প্রকাশ হওয়ার কথা।

ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকে রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। কিন্তু পশ্চিমারা নিষেধাজ্ঞা দিলেও চীন, ভারতসহ অনেক দেশই রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় অব্যাহত রেখেছে।

এ কারণে পশ্চিমা শক্তিগুলো গত সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত নেয়, ডিসেম্বর মাসের মধ্যে তেলের মূল্য কমানোর বিষয়ে বিস্তারিত একটা সিদ্ধান্তে পৌঁছাবে তারা। মূলত তেল বিক্রি করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন যুদ্ধের  নির্বাহ করতে না পারেন, সে লক্ষ্যেই এরূপ ডিসিশন নিয়েছিল পশ্চিমারা।

কম দামে রাশিয়ার সামুদ্রিক অপরিশোধিত তেল কেনার মূল প্রস্তাব ছিল বিশ্বের ডগা সাত অর্থনীতির জোট জি-৭-এর।  দেশগুলোর সংগঠনটির প্রস্তাব ছিল, বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের ভ্যালু সামগ্রিকভাবে ৫ শতাংশ কমিয়ে ইউরোপীয় ইউনিয়নকে ব্যারেল প্রতি ৬৫ ডলার হতে ৭০ ডলার দরে তেল কিনতে হবে।

তবে ইউক্রেনের চাওয়া ছিল, পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি ৩০ হতে ৪০ ডলারে বেঁধে দিক। ইউক্রেনের একসাথে পোল্যান্ড, এস্তোনিয়া ও লিথুয়ানিয়ার দাবি ছিল, রুশ তেলের দর ৬০ ডলারের অনেক ছাড় নির্ধারণ করা হোক। কিন্তু গ্রিস, সাইপ্রাস এবং মাল্টা জানায়, রুশ তেলের ভ্যালু একটু বহু সিলেক্ট করা হোক।

কিন্তু সম্প্রতি ইউরোপীয় কূটনীতিকদের এক বৈঠক সূত্রে নানারকম গণমাধ্যম জানায়, রুশ তেলের দর ৬৫ থেকে ৭০ ব্যারেল নির্ধারণ করা থেকে পারে। কিন্তু এই দাম নিয়েও বিতর্ক চলছিল। কারণ, জ্বালানির এই প্রাইস বর্তমানে রুশ অপরিশোধিত তেলের দরের কাছাকাছি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৭০ ডলারের কথা বলে আসলেও রানিং সপ্তাহে বলেন, আন্তর্জাতিক মার্কেটে প্রতি ব্যারেল তেলের দাম অন্তত ৬০ ডলার হওয়া কর্তব্য । বিগত বুধবার মস্কোয় এক বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তৃতায় পুতিন বলেন, তেলের সাম্প্রতিক প্রাইস ‘ভারসাম্যপূর্ণ ও ন্যায্য’ এবং আগামী বাজেট বাস্তবায়নের জন্য যে টাকা-পয়সা চাই তার জন্য মানানসই। শেষ পর্যন্ত কার্যত রাশিয়ার প্রস্তাবই মেনে নিল ইউরোপ। পুতিনের চাওয়া ৬০ ডলারেই তেল কিনবে তারা।

আগামী ৫ ডিসেম্বর থেকে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল সরবরাহে ইউরোপের নিষেধাজ্ঞা কার্যকর হবে। তার পূর্বেই একটা ঐকমত্যে পৌঁছানো ইউরোপের জন্য বেশ জরুরি ছিল। কারণ যেসব জাহাজ রাশিয়ার অপরিশোধিত তেল পরিবহন করবে, তাদের ক্ষেত্রে বিমা প্রযোজ্য হবে না।

এই নিষেধাজ্ঞা কার্যকর হলে চীন, ভারতসহ আর যেসব দেশ রাশিয়া হতে তেল কিনছে, তারা বিপাকে পড়বে। কারণ, জাহাজের অধিকাংশ বিমাকারী ইউরোপ এবং যুক্তরাজ্যভিত্তিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow