বিমা খাতের বদনাম হোক সেটা তিনি চান না : প্রধানমন্ত্রী

নিজেকে বিমা কোম্পানি পরিবারের একজন সদস্য আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো কারণে এই খাতের বদনাম হোক সেটা তিনি চান না। এজন্য বিমা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

Mar 1, 2023 - 12:39
 0
বিমা খাতের বদনাম হোক সেটা তিনি চান না : প্রধানমন্ত্রী
সংগ্রহীত ছবি

নিজেকে বিমা কোম্পানি পরিবারের একজন সদস্য আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো কারণে এই খাতের বদনাম হোক সেটা তিনি চান না। এজন্য বিমা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

বুধবার (১ মার্চ) জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

নিজেকে বীমা কোম্পানি পরিবারের একজন সদস্য আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো কারণে এই খাতের বদনাম হোক সেটা তিনি চান না। এজন্য বীমা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই সেক্টরের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এই খাতও ডিজিটালের আওতায় আনা হচ্ছে। আমি মনে করি, অনেক ক্ষেত্রে ডিজিটাল করায় বীমা কোম্পানিগুলো লাভবান হচ্ছে। ’

___________________________________________________________

আরও পড়ুনঃ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের ৯ মার্চ
___________________________________________________________

ক্ষতির পরিমাণ যথাযথভাবে তদন্ত না করে মোটা অঙ্কের বিমা দাবি নিষ্পত্তি না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রী-এমপি বা বড় আমলা কারও চাপের কাছে মাথা নত না করে প্রকৃত ক্ষতি নিরূপণ করে বীমা দাবি নিষ্পত্তির নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানিরা বাঙালিদের বিজয় মানবে না, এটি বঙ্গবন্ধু আগেই বুঝেছিলেন, তাই আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সংগ্রামের প্রস্তুতিও নিয়েছিলেন। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন।
তিনি বলেন, ৭৫ এর পর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা সন্ত্রাস, জঙ্গিবাদ ও বোমা হামলাসহ নানান অপকর্ম করে দেশকে পিছিয়ে দিলেও ২১ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছে।

বিমা ছাড়া সড়কের কোনো পরিবহন যেন না চলে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থার্ড পার্টি বীমা বন্ধ করার পরও তা কীভাবে চলছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন শেখ হাসিনা।

জীবন বীমা এবং সাধারণ বীমা ক্যাটাগরিতে বীমা দাবি পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্সুরেন্স, সোনার বাংলা এবং গ্রিন ডেল্টার শীর্ষ কর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow