বিপিএলে বাংলাময় একটা দিন

চলছে মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবারের বিপিএল ম্যাচ আয়োজন নিয়ে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন বাংলা বর্ণমালা সম্বলিত পাঞ্জাবি ও শাড়ি গায়ে চাপিয়ে ধারাভাষ্যকাররা কথা বলছেন বাংলা শব্দে। এছাড়া খেলোয়াড়রাও পরেছেন বাংলা বর্ণমালার ‘আর্মব্যান্ড’।

Feb 10, 2023 - 18:03
Feb 10, 2023 - 18:04
 0
বিপিএলে বাংলাময় একটা দিন
সংগ্রহীত ছবি

চলছে মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবারের বিপিএল ম্যাচ আয়োজন নিয়ে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন বাংলা বর্ণমালা সম্বলিত পাঞ্জাবি ও শাড়ি গায়ে চাপিয়ে ধারাভাষ্যকাররা কথা বলছেন বাংলা শব্দে। এছাড়া খেলোয়াড়রাও পরেছেন বাংলা বর্ণমালার ‘আর্মব্যান্ড’।

চলতি আসরের প্রাথমিক পর্বের শেষ দিন আজ। চার দলের প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়াতে এই ম্যাচটি স্রেফ পয়েন্ট বাড়ানো আর নিয়মরক্ষা। আর এই ম্যাচকেই বাংলা দিয়ে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সাধারণত, বিপিএলের ধারাভাষ্য ইংরেজিতে হয়। আজ দুই ম্যাচেই থাকবে বাংলা ভাষার ছোঁয়া। বাংলাদেশের ধারাভাষ্যকার যারা আছেন, তারা ধারাভাষ্য দেবেন বাংলাতেই। আর বিদেশ থেকে আসা স্যার কার্টলি অ্যামব্রোস, আমির সোহেলের মতো তারকারা ধারাভাষ্যে ব্যবহার করবেন কিছু বাংলা শব্দ।

________________________________________________________________________

আরও পড়ুনঃ  শ্রমিক লীগ নেতা কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাত
________________________________________________________________________

খেলার শুরুর আগে বা মাঝবিরতিতে ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া হবে বাংলায়। ম্যাচের আগে-পরে আলোচনা ও ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপনা ও সাক্ষাৎকারও নেওয়া হবে বাংলায়। তবে বিদেশি কোনো ক্রিকেটার ম্যান অব দা ম্যাচ হলে স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলা হবে ইংরেজিতে। 

সব দলের ক্রিকেটার, খেলা পরিচালনাকারী সব কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপকরা বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ বাহুবন্ধনী পরবেন। এছাড়াও মাঠের বড় পর্দায় ভাষার মাসের কিছু উক্তি প্রদর্শন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow