প্রাথমিকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী, ফল জানুয়ারিতে

Jan 2, 2023 - 16:54
 0
প্রাথমিকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী, ফল জানুয়ারিতে

রাষ্ট্রীয় প্রাথমিক স্কুলের ৮২ হাজারের বহু শিক্ষার্থীদে বৃত্তি দেওয়া হবে। আগামীকাল শুক্রবার সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।


তিনি বলেন,  ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর ভিতরে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও কমন গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।
তিনি এইরকম বলেন, এক্সাম গ্রহণের সব পরিকল্পনা শেষ। জেলা অবস্থায় প্রশ্নপত্র পৌঁছে গেছে। ভ্যেনু ও এক্সামের হলের পর্যবেক্ষক নির্ভুল করা হয়েছে। প্রার্থনা করছি আগ্রহ উদ্দীপনার মধ্য দ্বারা এক্সাম অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাইমারি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের অঙ্কের ভিত্তিতে সর্বমোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র ও ৫০ শতাংশ ছাত্রীদের ভিতরে জেন্ডারভিত্তিক মেধা অনুযায়ী প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং কমন গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow