তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১০ হাজার: ইউএসজিএস

তুরস্কের দক্ষিণ এবং সিরিয়ার উত্তরাঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে হু হু করে বাড়ছে হতাহতের সংখ্যা। সোমবার স্থানীয় সময় ভোর রাতের দিকের এই ভূমিকম্পে উভয় দেশে প্রাণহানি ৬০০ ছাড়িয়ে গেছে।

Feb 6, 2023 - 17:58
 0
তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১০ হাজার: ইউএসজিএস
সোমবার স্থানীয় সময় ভোর রাতের দিকের এই ভূমিকম্পে উভয় দেশে প্রাণহানি ৬০০ ছাড়িয়ে গেছে। সংগ্রহীত ছবি

তুরস্কের দক্ষিণ এবং সিরিয়ার উত্তরাঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে হু হু করে বাড়ছে হতাহতের সংখ্যা। সোমবার স্থানীয় সময় ভোর রাতের দিকের এই ভূমিকম্পে উভয় দেশে প্রাণহানি ৬০০ ছাড়িয়ে গেছে।

ইউএসজিএস বলছে, নিহতের সংখ্যা এক হাজার থেকে ১০ হাজার জনে পৌঁছানোর আশঙ্কা রয়েছে ৪৭ শতাংশ। ১০০ থেকে ১ হাজার হওয়ার শঙ্কা ২৭ শতাংশ। অন্যদিকে কম্পনে প্রাণহানি ১০ হাজার থেকে ১ লাখ হওয়ার শঙ্কা ২০ শতাংশ।

তুরস্ক

  • সংস্থাটির কর্মকর্তারা আরও জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ব্যাপক হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়েছে। এ অঞ্চলের মানুষ যেসব অবকাঠামোয় বসবাস করে তা ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবারের আঘাতে একশ’ থেকে এক হাজার কোটি মার্কিন ডলারের সম্পত্তি ক্ষয়ক্ষতি হতে পারে।

_______________________________________________________________

আরও পড়ুনঃ আমি হিরো আলমকে নিয়ে কিছুই বলিনি: ওবায়দুল কাদের
_______________________________________________________________

সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী আহমেদ দামিরিয়েহর বরাতে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ভূমিকম্পে ২৩৭ জনের মতো মানুষের প্রাণহানি হয়েছে; আহত হয়েছে ৬৩৯ জন। যেসব অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেখানকার ঐতিহাসিক ভূকম্পন, মারাত্মক ভূকম্পনের ঝুঁকিতে থাকা জনগণ এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের ভবনগুলোর ঝুঁকিপূর্ণতার তথ্যের ভিত্তিতে তৈরি মডেল থেকে ইউএসজিএস তাদের পূর্বাভাস দিয়েছে।

ইউএসজিএস এর 

  • তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কয়েক মিনিট পর আবারও একাধিক আফটার শক হয়। উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে। এর গভীরতা ভূপৃষ্ঠে থেকে ১৭ দশমিক ৯ কিলোমিটারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow