চবিতে মধ্যরাতে ছাত্রলীগের ৩ গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে শাখা ছাত্রলীগের তিন গ্রুপের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

Feb 8, 2023 - 12:35
 0
চবিতে মধ্যরাতে ছাত্রলীগের ৩ গ্রুপের সংঘর্ষ
সংগ্রহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে শাখা ছাত্রলীগের তিন গ্রুপের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

গ্রুপগুলো হলো- বিজয়, সিএফসি ও সিক্সটি নাইন। এর মধ্যে বিজয় ও সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

বিবদমান গ্রুপ তিনটির মধ্যে একদিকে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী সিক্সটি নাইন ও অপরদিকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী দুই গ্রুপ সিএফসি ও বিজয়।

জানা গেছে, বিজয় ও সিএফসির অনুসারী দুই কর্মীকে মারধর করে সিক্সটি নাইনের অনুসারীরা। এর ফলে বিজয় ও সিএফসির অনুসারীরা একসঙ্গে সিক্সটি নাইন গ্রুপের মুখোমুখি হয়।

____________________________________________________

আরও পড়ুনঃ আদানি কয়লার দাম ৬০% বেশি চায়
____________________________________________________

সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমান বলেন, “বিশ্ববিদ্যালয় স্টেশনে চায়ের দোকানে কথা কাটাকাটির জেরে ঝামেলা শুরু হয়। আমরা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন সবাই নিজ নিজ হলে অবস্থান করছে।" 

সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমান বলেন, “বিশ্ববিদ্যালয় স্টেশনে চায়ের দোকানে কথা কাটাকাটির জেরে ঝামেলা শুরু হয়। আমরা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন সবাই নিজ নিজ হলে অবস্থান করছে।" 


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, নিজেদের অভ্যন্তরীণ ঝামেলায় তারা সংঘর্ষে লিপ্ত হয়। আমরা তাদেরকে বুঝিয়ে হলে পাঠিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow