গ্রিড লাইনে বিপর্যয়: বিদ্যুৎহীন ছিল রাজধানীর বড় অংশ

রাজধানীর আমিনবাজার-আগারগাঁওয়ে ২৩০ কেভি গ্রিড লাইন বিকল হওয়ায় মিরপুর, মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি এলাকায় প্রায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

Feb 21, 2023 - 17:02
 0
গ্রিড লাইনে বিপর্যয়: বিদ্যুৎহীন ছিল রাজধানীর বড় অংশ
সংগ্রহীত ছবি

রাজধানীর আমিনবাজার-আগারগাঁওয়ে ২৩০ কেভি গ্রিড লাইন বিকল হওয়ায় মিরপুর, মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি এলাকায় প্রায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে এই ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে ইউএনবিকে নিশ্চিত করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তারা।


মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে এই ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে ইউএনবিকে নিশ্চিত করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তারা।

পিজিসিবির জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন বলেন, ভোর ৫টা ৫০ মিনিটে বিদ্যুতের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। ঘন কুয়াশার কারণে অনেক সময় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এটি সিস্টেমের প্রযুক্তিগত ত্রুটি নয়।

___________________________________________________________________________________

আরও পড়ুনঃ  সালমান রুশদির ওপর হামলাকারী ব্যক্তির প্রশংসা করে কৃষি জমি পুরস্কার  : ইরান
___________________________________________________________________________________

তিনি জানান, পিজিসিবির প্রকৌশলীরা ট্রান্সমিশন টাওয়ার যাচাই করে সিস্টেমটি পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করেন। সকাল ১০টা ৩৮ মিনিটে সিস্টেমটি পুনরুদ্ধার করেছেন তারা। এখন সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মোহাম্মদপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, সকালে একটু সমস্যা হয়েছিল। সাড়ে ১০টার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এখন কোনো এলাকায় সমস্যা নাই।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও ঢাকা সেনানিবাসসহ ঢাকা শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহের অন্যতম প্রধান উৎস আমিনবাজার-মোহাম্মদপুর গ্রিড লাইন। নিয়মিত গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকলেও এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় বিকল্প উৎসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow