ফাঁকা নাগরিক সনদে সই না করতে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ

অপূরণকৃত (ব্ল্যাঙ্ক) নাগরিক সনদে সই না করতে দেশের সব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের সব জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে।

Feb 27, 2023 - 13:52
Feb 27, 2023 - 13:53
 0
ফাঁকা নাগরিক সনদে সই না করতে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ
সংগ্রহীত ছবি

অপূরণকৃত (ব্ল্যাঙ্ক) নাগরিক সনদে সই না করতে দেশের সব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের সব জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে।


সাতক্ষীরা জেলার সদর উপজেলাধীন কুশখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল গফফার একটি অপূরণকৃত নাগরিক সনদপত্র স্বাক্ষর করায় তাকে সতর্ক করার পর এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সাতক্ষীরা জেলার সদর উপজেলাধীন কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল গফফার গত ১৬ জুন একটি অপূরণকৃত নাগরিক সনদপত্র স্বাক্ষর করে জারি করার অভিযোগে তাকে ১৯ জুলাই এ বিভাগ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলো। তিনি জবাব দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

_______________________________________________________

আরও পড়ুনঃ  বিকেলে এভারকেয়ারে যাচ্ছেন খালেদা জিয়া
_______________________________________________________

জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার ২০২২ সালের ১৬ জুন একটি অপূরণকৃত নাগরিক সনদপত্র স্বাক্ষর করেন। গত ১৯ জুলাই তাকে স্থানীয় সরকার বিভাগ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। এই নোটিশের জবাবে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

চিঠিতে বলা হয়েছে, এই ঘটনায় চেয়ারম্যান আব্দুল গফফারকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সতর্ক করা হয়েছিল এবং তার পর থেকে তিনি আর কোনো অপূরণকৃত নাগরিক সনদ বা প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেননি।

ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যাতে তথ্য না থাকা নাগরিক সনদপত্রে স্বাক্ষর না করেন জেলা প্রশাসকদের এ বিষয়ে নির্দেশনা দেয়ার নির্দেশ দেয় স্থানীয় সরকার বিভাগ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow