১২৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার ২ মাস বয়সী শিশু

১২৮ ঘণ্টা পর তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হলো এক শিশুকে। দু’মাস বয়সী ওই শিশু টানা ১২৮ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে ছিল।

Feb 12, 2023 - 12:38
 0
১২৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার ২ মাস বয়সী শিশু
সংগ্রহীত ছবি

১২৮ ঘণ্টা পর তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হলো এক শিশুকে। দু’মাস বয়সী ওই শিশু টানা ১২৮ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে ছিল। সে বেঁচে থাকবে, আশা করেননি কেউ। কিন্তু এত মৃত্যুর মাঝে যেন সজোরে প্রাণের ঘোষণা করেছে শিশুটি। জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা গেছে। ধ্বংসস্তূপ সরাতেই শিশুর কান্নার শব্দ পেয়ে আনন্দে হাততালি দিয়ে উঠেছেন উদ্ধারকারী দল।

গত সোমবার (৬ ফেব্রুয়ার) তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পটিতে এখন পর্যন্ত ২৫ হাজার মানুষের মৃত্যুর হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে মাঝেমাঝেই প্রাণের অস্তিত্ব মিলছে। যাকে ‘অলৌকিক’ ঘটনা বলে অভিহিত করছেন উদ্ধারকর্মীরা।

তুর্কি সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পের পাঁচ দিন পর গতকাল শনিবার দুই মাসের শিশুটি ছাড়াও আরও কয়েকজন উদ্ধার হয়েছে। এর মধ্যে আছে ২ বছর বয়সী এক শিশু, ৬ মাসের এক অন্তঃসত্ত্বা নারী এবং ৭০ বছর বয়সী এক নারী।

তুরস্কে সোমবারের ভূমিকম্পে এ পর্যন্ত ২৪ হাজার ৬১৭ জন নিহত হয়েছেন। ১৯৩৯ সালের পর এটি দেশটিতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। সোমবারের ভূমিকম্পে সিরিয়ায়ও এ পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে গত শুক্রবার থেকে দেশটিতে নতুন কোনো মৃত্যুর খবর জানানো হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow