সন্ধ্যায় ‘বিদায়’ লিখে ছাত্রলীগ নেতার স্ট্যাটাস, সকালেই মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাবিল হায়দার মারা গেছেন। শুক্রবার (০৭ এপ্রিল) সকাল ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Apr 7, 2023 - 14:47
 0
সন্ধ্যায় ‘বিদায়’ লিখে ছাত্রলীগ নেতার স্ট্যাটাস, সকালেই মৃত্যু
সংগ্রহীত ছবি

‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে’ নাবিলের মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে মৃত্যুর আগে ফেসবুকে ‘বিদায়’ লিখে স্ট্যাটাস দেওয়ায় অনেকে ধারণা করছেন নাবিল আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, নাবিলের এমন স্ট্যাটাসে সন্দেহ হলে তাকে আমাদের বাসায় নিয়ে আসতে বললে সে আসতে অস্বীকৃতি জানায়। পরে তার বন্ধুরাও আমাকে আশ্বস্ত করেন যে, তারা আছেন সমস্যা নেই। পরে রাত ৮টার দিকে আমি ওই বাসা থেকে বের হয়ে আসি। তারপর ভোর রাতের দিকে তার বন্ধু আমাকে ফোন করে জানায়, নাবিল অচেতন হয়ে পড়ে আছেন। পরে সেখান থেকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক নাবিলের এক বন্ধু বলেন, আমরা ধারণা করছি সে আত্মহত্যা করেছে। পরিবারের সঙ্গে নাবিলের কিছু বিষয় ঝামেলা ছিল বলে জানতে পেরেছিলাম। তবে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না আসলে কী হয়েছে।

সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগ সভাপতি তানভীর শিকদার  বলেন, নাবিলের মৃত্যুতে সলিমুল্লাহ হল ছাত্রলীগ খুবই ব্যথিত। হুট করে তার চলে যাওয়া মেনে নিতে পারছি না। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে নাবিল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। এর আগে সন্ধায় সে ‘বিদায়’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল।

মৃত্যুর পর শেষবারের মত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হয় নাবিল হায়দারের মরদেহ। পরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।


নাবিলের মৃত্যুতে সংগঠনটিতে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক ছাত্রনেতা থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় নেতা তার মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সনজজিত চন্দ্র দাস ফেসবুকে লিখেছেন, ‘পরপারে ভালো থাকিস অনুজ নাবিল হায়দার। মেনে নিতে পারছি না। আত্মার শান্তি কামনা করছি।

তওসিফ উদ্দিন তনয় জানান, আগামীকাল শনিবার ভোলার বোরহানউদ্দিনের নিজ বাসায় সকাল সাড়ে ১০টায় তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এপর পারিবারিক করস্থানে তার লাশ দাফন করা হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, সহপাঠী রাজনৈতিক সহকর্মী সকলের কাছে নাবিলে বিদেহী আত্মার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow