মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় মামলা

মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মামলা করেছে কর্তৃপক্ষ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় মামলাটি করা হয়েছে।

May 2, 2023 - 12:43
 0
মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় মামলা
ছবি: সংগৃহীত

সোমবার (১ মে) রাতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় সোমবার রাতে একটি মামলা দায়ের হয়েছে। মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার এজাহারে একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে আমাদের একাধিক টিম কাজ করছে। শনাক্ত করা গেলে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, রাজধানীতে মেট্রোরেল চালু হওয়ার পর এই প্রথম জানালায় ঢিল ছোড়ার মতো ঘটনা ঘটেছে। গত (৩০ এপ্রিল) সকালে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনগামী ট্রেন কাজীপাড়া স্টেশনে ঢোকার মুখে ঢিল নিক্ষেপের ঘটনা ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow