মার্চে রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ডলার

গত ৭ মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মার্চে, এ মাসে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

Apr 3, 2023 - 12:18
 0
মার্চে রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ডলার
ছবি: সংগৃহীত

দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকা। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত আগস্টে ২০৩ কোটি (২ দশমিক ০৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রমজানের পরিবারের খরচ ও ঈদের কেনাকাটার কারণে এই মাসে বেশি রেমিট্যান্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, মার্চ মাসে বৈধপথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রে‌মিট্যান্স এসেছে। ফেব্রুয়ারি মাসের চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি এসেছে গত মাসে। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার। 

এছাড়া আগের বছরের (২০২২ সারের) মার্চের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৮ দশ‌মিক ৪৯ শতাংশ বা ১৫ কো‌টি ৮০ লাখ ডলার। গত বছরের মার্চে প্রবাসী আয় ছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow