ভূমিকম্পের প্রায় ৫ দিন পর ধ্বংসস্তুপ থেকে ৩ ভাই উদ্ধার

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের প্রায় ৫ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটির বরাদ দিয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) সিএনএন এ তথ্য জানিয়েছে।

Feb 11, 2023 - 13:26
 0
ভূমিকম্পের প্রায় ৫ দিন পর ধ্বংসস্তুপ থেকে ৩ ভাই উদ্ধার
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটির বরাদ দিয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) সিএনএন এ তথ্য জানিয়েছে। সংগ্রহীত ছবি

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের প্রায় ৫ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটির বরাদ দিয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের হাতায়ে প্রদেশের প্রধান শহর আন্তাকিয়ায় উদ্ধারকারী একটি দল ৯ ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালাচ্ছিল। এ সময় উদ্ধারকারীরা একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা খনন করার সময় ওই তিন ভাইয়ের সন্ধান পায়। পরে একে একে তাদের উদ্ধার করা হয়।


টিআরটি জানায়, ভূমিকম্পে হাতায় প্রদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া আন্তাকিয়া শহরে ওই ভবনটি থেকে তিন ভাইকে উদ্ধারে ৯ ঘণ্টা টানা কাজ করেন উদ্ধারকারীরা। ভবনটির দ্বিতীয় তলা পর্যন্ত খুঁড়ে ১১ততম ঘণ্টায় প্রথম ভাইটিকে এবং ১১৯তম ঘণ্টায় তৃতীয় ভাইকে উদ্ধার করা হয়।

গত সপ্তাহের সোমবার ভোরে তুরস্ক সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু ২৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩১৮ জনে। দেশটিতে আহত হয়েছে ৮০ হাজার ৫২ জন। আর সিরিয়ায় মৃত্যুর সংখ্যা তিন হাজার ৫১৩ জন। সিরিয়াজুড়ে আহতের সংখ্যা পাঁচ হাজার ২৪৫ জন বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow