পাথরঘাটায় বিএনপি নেতাকর্মীদের মারধর, অফিস ভাঙচুর

বরগুনার পাথরঘাটায় বিএনপি’র নেতাকর্মীদের মারধর করে অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। পাথরঘাটা পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ জানান, শনিবার বেলা ১১টায় থানা সংলগ্ন বিএনপি অফিসের সামনে পুলিশের উপস্থিতিতেই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়। আহতদের পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Feb 11, 2023 - 17:37
 0
পাথরঘাটায় বিএনপি নেতাকর্মীদের মারধর, অফিস ভাঙচুর
সংগ্রহীত ছবি

বরগুনার পাথরঘাটায় বিএনপি’র নেতাকর্মীদের মারধর করে অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। পাথরঘাটা পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ জানান, শনিবার বেলা ১১টায় থানা সংলগ্ন বিএনপি অফিসের সামনে পুলিশের উপস্থিতিতেই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়। আহতদের পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন পৌর বিএনপির আহবায়ক মো.হারুন অর রশিদ, সদস্য সচিব খাইরুল শরীফ, যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ আ. হাদিদ, হাফেজ আলমগীর, মিজানুর রহমান, আব্বাস উদ্দিনসহ অনেকে।

হারুন অর রশিদ জানিয়েছেন, শনিবার সারাদেশে বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় বেলা ১০টার সময় বিএনপি দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা উপস্থিত হয়। বেলা সাড়ে ১০ টার সময় পাথরঘাটা ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা বিএনপি অফিসে প্রবেশ করে তাদের ওপর আকস্মিক হামলা চালায়। এসময় অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়।


________________________________________________________________________

আরও পড়ুনঃ  ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ায় ১১ টন ত্রাণ পাঠালো বাংলাদেশ
________________________________________________________________________


পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মাসুম বিল্লাহ জানান, আজকের কর্মসূচিকে ঘিরে পাথরঘাটা থানার পুলিশ গত রাতে উপজেলা বিএনপি’র অঙ্গ সংঘঠনের নেতাকর্মীদের বাড়িতে তাদের আটক করার জন্য তল্লাশী অভিযান চালায় বলে অভিযোগ করেন। তিনি আজকের বিএনপি অফিসে হামলা ও নেতাকর্মীদেন মারধর করার প্রতিবাদ জানিয়ে তিব্র নিন্দা জানান।

পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি আহম্মেদ শাহজাদা জানান, আজকে বিএনপির কর্মসূচিতে আমাদের জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় আমরা তার প্রতিবাদ জানিয়েছি। তাদের সাথে আমাদের হাতাহাতির ঘটনা ঘটেছে। কিন্তু মারামারির কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেন।

অভিযোগের বিষয়ে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ সুজন বলেন, আমরা আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ করি। এসময় জানতে পারি বিএনপির দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে। এর কারণ জানতে আমরা সেখানে গিয়েছিলাম।  

তবে দলীয় কার্যালয় ভাঙচুরের বিষয়ে পাথরঘাটা পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ নাসির আকন বলেন, দলীয় কোন্দলে নিজেদের অফিস ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে বিএনপি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow