ঝিনাইদহে বিষাক্ত স্পিরিট পানে তিন জনের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত স্পিরিট পানে তিন জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে অনেকে গোপনে বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা।

Mar 3, 2023 - 16:42
 0
ঝিনাইদহে বিষাক্ত স্পিরিট পানে তিন জনের মৃত্যু
সংগ্রহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত স্পিরিট পানে তিন জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে অনেকে গোপনে বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য, অসুস্থ হয়ে অনেকে গোপনে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসাধীন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কালীগঞ্জে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনজনের মৃত্যু হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।


নিহতরা হলেন কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়া এলাকার ভাংড়ী ব্যবসায়ী জাহাঙ্গীর খাঁ (৩৬), একই এলাকার বিপুল দাস (৪৫) ও মধুগঞ্জ বাজার ঢাকালে পাড়ার রাজিব হোসেন (২৬)।


এদিকে ঘটনার রাত থেকেই স্পিরিট বিক্রেতা (শহরের মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হলের মালিক) রেজাউল ইসলাম পলাতক রয়েছেন। সকালে তার হোমিও দোকান এবং মোবাইল সেটটি বন্ধ পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে শহরের নদীপাড়া ও ঢাকালেপাড়া এলাকার একাধিক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনাস্থলে গেলে ঘটনার সত্যতা মেলে।

ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, সকালে একাধিক ব্যক্তির মৃত্যুর খবর শুনে তিনি মৃত ব্যক্তিদের বাড়িতে যান। তিনি বলেন, ‘লোকমুখে শুনেছি বৃহস্পতিবার তারা বিষাক্ত স্পিরিট পান করেছিল। রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্তপূর্বক দোষীদের শাস্তির দিতে হবে।’

তবে নিহতদের পরিবার স্পিরিট পানে মৃত্যুর বিষয়টি অস্বীকার করছেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে আলামত দেখে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কিছু পানে তাদের মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow