ক্ষেপণাস্ত্র হামলায় ৮০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

এক দিনে রাশিয়ার কমপক্ষে ৮০০ সেনাকে  দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এ সময় ১টি বিমান, ১টি হেলিকপ্টার ও তিনটি ট্যাংক ধ্বংস হয়েছে বলেও জানা গেছে

Jan 5, 2023 - 21:09
 0
ক্ষেপণাস্ত্র হামলায় ৮০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের
কুরাখোভ শহরে অনির্দিষ্টসংখ্যক বেসামরিক হতাহতের কথাও জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। : সংগ্রহীত ছবি

এক দিনে রাশিয়ার কমপক্ষে ৮০০ সেনাকে  দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এ সময় ১টি বিমান, ১টি হেলিকপ্টার ও তিনটি ট্যাংক ধ্বংস হয়েছে বলেও জানা গেছে।

আরও পরুনঃ তারেক-জোবায়দার সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ

বৃহস্পতিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী এই দাবি করেছে। রয়টার্স জানিয়েছে, নিহতদের বেশিরভাগই প্রাণ হারিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে লড়াইয়ে। অন্যদিকে পশ্চিমা মিত্ররা কিয়েভকে সাঁজোয়া যুদ্ধ যান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

চলমান যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার ভোরে নিয়মিত ব্রিফিং করে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে তারা বলেছে, রুশ বাহিনী বাখমুত সেক্টরে আক্রমণের উপর জোর দিয়েছে ও আভদিভকা ও কুপিয়ানস্ক সেক্টরে রাশিয়ার আক্রমণ ব্যর্থ হয়েছে।

আরও পরুনঃ  বুশরার জামিন শুনানি শেষ, আদেশ পরে

এছাড়া রাশিয়ান বিমান, ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলার ফলে ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত ইউক্রেন নিয়ন্ত্রিত বাখমুত নগর ও দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা এবং কুরাখোভ শহরে অনির্দিষ্টসংখ্যক বেসামরিক হতাহতের কথাও জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow