কালিয়াকৈরে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রায় প্রতিটি গ্রামে চলতি মৌসুমে বোরো ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। প্রায় ৯০ শতাংশ জমির ধান পেকে গেছে। পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা।

May 3, 2023 - 12:31
 0
কালিয়াকৈরে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
ছবি: সংগৃহীত

কৃষকদের অভিযোগ, প্রতি বছরের চেয়ে এবার শ্রমিকের মূল্য বেশি। শ্রমিকের মূল্য বেশি থাকলেও দশ বছরের চেয়ে এবছর বোরো ধানের বাম্পার ফলন পাওয়ায় খুশি কৃষকরা। কৃষি অফিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় ১০ হাজার ২শ হেক্টর চলতি মৌসুমে বোরো ধান চাষ করা হয়েছে। উৎপাদ লক্ষ্য ৪১ হাজার ৮শ ৪৫ মেট্রিকটন। তবে ৪২শ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধানের বীজ, সার দেওয়া হয়েছে।

এদিকে দিগন্ত জুড়ে ফসলের মাঠ। কৃষকের স্বপ্নের ধান, ধারণ করেছে সোনালী রঙ। পাকা ধানের গন্ধ ছড়িয়ে পড়েছে উপজেলার প্রতিটি গ্রামে। তাই কৃষকরা এখন ব্যস্ত ধান কাটা ও মাড়াইয়ে। উপজেলার মেদীআশুলাই, বড়ই বাড়ি, তাঁলতলী, বাঁশতলী, খালপাড় সেওড়াতলী, বলিয়াদী, বগাবাড়ি, সাদুল্লাপুর, গোসাএা, নামাশুলাই, গাবতলি, মকস বিল, পিপড়াসিট, নয়ানগর, সাকাশ্বর, ফুলবাড়িয়া, শৈলাখালি, বোয়ালী, দেওয়ার বাজারসহ উপজেলার সব এলাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। দশ বছরেও এরকম ভালো ফলন পায়নি। শ্রমিকের দাম এবছর বেশি। তারপরও বোরো ধান ভালো হওয়ায় খুশি স্থানীয় কৃষকরা।

মেদীআশুলাই গ্রামের কৃষক ফালু পালোয়ান, সিরাজুল, লতিফ, সামসু জানান, এবার আমাদের ভাগ্য পাল্টে গেছে। দশ বছরেও এমন ধান হয়নি। তবে শ্রমিকের মূল্য একটু বেশি। তাতেও আমরা খুশি।

কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর লক্ষ্য মাত্রা অর্জিত হবে। এবছর উপজেলায় ১০ হাজার ২শ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। ৪২শ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের ধানের বীজ ও সার, ও পরামর্শ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow