কামরাঙ্গীরচরে মাদ্রাসা শিক্ষার্থীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় বাবার সঙ্গে অভিমান করে এক মাদ্রাসা শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃত শিক্ষার্থীর নাম মো. শরীফ (১৪)।

Feb 7, 2023 - 13:02
 0
কামরাঙ্গীরচরে মাদ্রাসা শিক্ষার্থীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সংগ্রহীত ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় বাবার সঙ্গে অভিমান করে এক মাদ্রাসা শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃত শিক্ষার্থীর নাম মো. শরীফ (১৪)।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ২টার সময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) রাধাবর্মন বলেন, আমরা রাত ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা তাকে ফ্যানের সঙ্গে গলায় রশি পেছানো অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

________________________________________________________________________

আরও পড়ুনঃ ‘আত্মগোপনে’ যেতে মাকে টাকা পাঠান মরিয়ম মান্নান : পিবিআই
________________________________________________________________________

এদিকে কামরাঙ্গীরচর থানার আরেক উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায় জানান, ঝাউচর ‘আমরা টাওয়ার’ গলির বদ্দার বাড়ির নিচ তলার বাসা থেকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে হাছিবের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, গত ২ থেকে ৩ মাস আগেই অটোরিকশা চালক হাছিব ইভা নামে এক কিশোরীকে বিয়ে করেন। প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবেই বিয়ে হয়। ইভা স্থানীয় একটি কারখানায় কাজ করেন। ঝাউচরের ওই বাসায় স্বামী-স্ত্রী একটি রুম নিয়ে ভাড়া থাকতেন। তবে কয়েকদিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল। সোমবার তার স্ত্রী রাগ করে বাবার বাসায় চলে গেলে বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে দরজা বন্ধ করে ফ্যানের হুকের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় সে। খবর পেয়ে ওই বাসায় গিয়ে ‘কাটার গ্যান্ডিং মেশিন’ দিয়ে দরজা কেটে রুমের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow