করাচিতে পুলিশ সদর দপ্তরে হামলা, জঙ্গিসহ নিহত ৯

পাকিস্তানের করাচি পুলিশপ্রধানের কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ থেকে ২০ জন। এ খবর জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ।

Feb 18, 2023 - 12:19
 0
করাচিতে পুলিশ সদর দপ্তরে হামলা, জঙ্গিসহ নিহত ৯
ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচি পুলিশপ্রধানের কার্যালয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় পাঁচ জঙ্গিসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন।

স্থানীয় সময় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ বন্দুক হামলার ঘটনা ঘটে বলে জানায় জিও নিউজ। এরপর প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে রাত পৌনে ১১টার দিকে পুলিশপ্রধানের কার্যালয়টি জঙ্গিমুক্ত ঘোষণা করে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানের সময় কার্যালয়ের আশপাশে অবস্থান নেন পুলিশের স্নাইপার সদস্যরা। ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেছেন, হামলার সময় পুলিশপ্রধান করাচিতে ছিলেন না।

নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে কমপক্ষে তিন জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন। বাকি দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলার ঘটনায় রেঞ্জারস (সীমান্তরক্ষী) ও পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন।

নাম না প্রকাশ করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জিও নিউজকে বলেন, পুলিশের পোশাক পরেই হামলাকারীরা কার্যালয়ে ঢুকে পড়েন। পেশোয়ারে পুলিশ লাইনস মসজিদে আত্মঘাতী হামলার সময়ও একই কৌশল নিয়েছিল। ওই হামলায় ৮০ জনেরও বেশি নিহত হয়েছিলেন, যাদের অধিকাংশই পুলিশ সদস্য।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে বলে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে। টিটিপির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি বিবৃতি দিয়ে পুলিশপ্রধানের কার্যালয়ে হামলার দায় স্বীকার করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow