ঈদে মহাসড়কে চলবে মোটরসাইকেল, পদ্মা সেতুতে নয়

Apr 9, 2023 - 18:51
 0
ঈদে মহাসড়কে চলবে মোটরসাইকেল, পদ্মা সেতুতে নয়
সংগ্রহীত ছবি

পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল না চললেও আসন্ন ঈদুল ফিতরে আন্তঃজেলা ও আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মহাসড়কে মোটরসাইকেলে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকছে না। ঈদুল ফিতরে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ থাকছে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু পদ্মা সেতুতে চালানো যাবে না বাইক।

রাজধানীর বনানীতে রোববার বিআরটিএর কার্যালয়ে ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

বাইক নিয়ে ঈদযাত্রার বিষয়ে প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেল চলবে না, এটি কি আমরা বলেছি? শুধু পদ্মা সেতু বাদে সব মহাসড়কেই মোটরসাইকেল চলবে।’

এর আগে ঈদের সাত দিন মহাসড়কে বাইক চালানো যাবে না বলে নির্দেশনা দিয়েছিল সড়ক বিভাগ।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এবার বাইক চলাচলে থাকছে না কোনো বিধিনিষেধ।

অন্যান্য যানবাহন চলাচলের বিষয়ে মন্ত্রী বলেন, ঈদের আগে তিন দিন মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক চলাচল, তবে ঈদের আগে পাঁচ দিন এবং পরের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে পেট্রল পাম্প।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow