সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

Mar 12, 2023 - 17:45
 0
সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
সংগ্রহীত ছবি

দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ, আর তাতেই এবার সিরিজ জয়েরও হাতছানি। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আজ সিরিজ জয় নিশ্চিত করতে টসে জিতে নামছে ফিল্ডিংয়ে। সেই সাথে একাদশে এনেছে এক পরিবর্তন।

শামীম হোসেন পাটওয়ারির জায়গায় একাদশে এসেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে ওয়ানডে ও টেস্টের পর এবার টি-টোয়েন্টিতেও ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হচ্ছেন রেহান আহমেদ। সেই সাথে মার্ক উডের জায়গায় দলে ফিরেছেন ক্রিস ওকস।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে স্বাগতিক অধিনায়ক বেছে নিয়েছেন বোলিং। 

ওয়ানডে সিরিজ শুরুর আগে যদি বলা হতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ, হেসে উড়িয়ে দিত সবাই। অথচ টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ পর সেই সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে টাইগাররা। আজ জিতলেই নিশ্চিত হবে সিরিজ।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে চট্টগ্রামে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬ উইকেটে ধরাশায়ী করে বাংলাদেশ। ব্যাট, বল, ফিল্ডিং; তিন বিভাগে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল। বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন নাজমুল হাসান শান্ত, হাসান মাহমুদরা।

প্রথম ম্যাচে নির্ভার হয়ে খেলার সুফল পেয়েছে বাংলাদেশ। হাতছানি এখন ইতিহাস গড়ার। তবে সেটি সহজ নয়। হেরে গেলেও ইংলিশদের আছে শক্তিশালী দল। ব্যাট, বল, ফিল্ডিং; তিন বিভাগেই ভারসাম্যপূর্ণ তারা।

ইংল্যান্ডের বড় শক্তি বোলিংয়ে। আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উডরা নিজেদের দিনে কতটা ভয়ংকর, তা বলার অপেক্ষা রাখে না। মাত্র কিছুদিন আগে বিপিএল শেষ করে যাওয়া মঈন আলি ব্যাট-বল দুটোতেই রাখতে পারেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য।

সব মিলিয়ে জমাটি এক লড়াই দেখবে মিরপুর। একদিকে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ইংলিশরা। অন্যদিকে বাংলাদেশ নেমেছে ইতিহাস গড়ে সিরিজ নিজেদের করে নিতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow