রাবিতে ‘সেকেন্ড টাইম’ ভর্তি পরীক্ষা নিয়ে ভয়ে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম চালু নিয়ে শঙ্কায় রয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

Jan 28, 2023 - 17:04
 0
রাবিতে ‘সেকেন্ড টাইম’ ভর্তি পরীক্ষা  নিয়ে ভয়ে  শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ সংগ্রহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম চালু নিয়ে শঙ্কায় রয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়

  • প্রশাসনের একাধিক সূত্র বলছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সুপারিশ নীতিমালা হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারছেন না তারা। 
  • এদিকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বলছেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরণ ভিন্ন রকম হয়। তাই আমাদের প্রস্তুতিটাও ভিন্নভাবে নিতে হয়। যদি সেকেন্ড টাইম পরীক্ষা থাকে তাহলে আমরা আগে থেকেই সঠিকভাবে প্রস্তুনি নিতে পারবো। অন্যথায় আমরা অংশগ্রহণ করেও ভালো কিছু করতে পারবো না।
  • এ বিষয়ে দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থী সাদিয়া বিনতে রাহী বলেন, আমরা করোনার কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারিনি। আমাদের বড় ভাইয়ারাও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পেরেছে তাহলে আমরা কেন পারবো না? আমাদের উচ্চ শিক্ষা গ্রহণ করার সুযোগ দিতে হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্য বলতে কিছু নেই। তাই আমি প্রশাসনের কাছে বলতে চাই তারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা সিদ্ধান্ত নিয়ে অতিদ্রুত তা অনলাইনে প্রকাশ করবে।

আরও পড়ুনঃ বিপিএলে সোহানের শাস্তি, হারিসকে সতর্কতা

এদিকে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা বলছেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন ভিন্ন রকম হয়। তাই তাদের প্রস্তুতিটাও ভিন্নভাবে নিতে হয়। যদি সেকেন্ড টাইম পরীক্ষা থাকে তাহলে তারা আগে থেকেই সঠিকভাবে প্রস্তুনি নিতে পারবেন। তা না হলে পরীক্ষায় অংশগ্রহণ করেও ভালো কিছু করতে পারবে না।

এ বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী সাদিয়া বিনতে রাহী বলেন, আমরা করোনার কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারিনি। আমাদের বড় ভাইয়ারাও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পেরেছে তাহলে আমরা কেন পারবো না। আমি প্রশাসনের কাছে বলতে চাই তারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে অতিদ্রুত তা অনলাইনে প্রকাশ করবেন।
এ বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী সাদিয়া বিনতে রাহী বলেন, আমরা করোনার কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারিনি। আমাদের বড় ভাইয়ারাও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পেরেছে তাহলে আমরা কেন পারবো না। আমি প্রশাসনের কাছে বলতে চাই তারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা সিদ্ধান্ত নিয়ে অতিদ্রুত তা অনলাইনে প্রকাশ করবেন।

রাশেদুল

  • ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসতে পারবো কিনা তা না জেনে প্রস্তুতি নিতে পারছি না। টেনশন নিয়ে পড়তেও মন বসে না। 

আরও পড়ুনঃ আইডি অবৈধ, পদ হারালেন নেপালের উপপ্রধানমন্ত্রী

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ইউজিসি প্রতি বছর একটা সুপারিশমালা দেয়। এবছেরর সুপারিশমালা আমরা এখনো হাতে পাইনি। সুপারিশমালায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিষয়ে কিছু বলা হয়ে থাকলে আমরা সেটি নিয়ে আমাদের ভর্তি কমিটির সভায় আলোচনা করব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow