যুক্তরাষ্ট্রে ২১ গ্যাস ফিলিং স্টেশনের মালিক শহিদুজ্জামান

যশোরে ‘সফল যারা, কেমন তারা’ অনুষ্ঠানে সততা ও কর্তব্যনিষ্ঠার গল্প শোনালেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী হাকিম মোহাম্মদ শহিদুজ্জামান।

Jan 20, 2023 - 17:00
 0
যুক্তরাষ্ট্রে ২১ গ্যাস ফিলিং স্টেশনের মালিক শহিদুজ্জামান
প্রবাসে গিয়ে সততা ও নিষ্ঠার সাথে খাটনি করে আজ উনি ২১টি গ্যাস ফিলিং স্টেশনের স্বত্বাধিকারীঃ সংগ্রহীত ছবি

যশোরে ‘সফল যারা, কেমন তারা’ অনুষ্ঠানে সততা ও কর্তব্যনিষ্ঠার গল্প শোনালেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী হাকিম মোহাম্মদ শহিদুজ্জামান।
প্রবাসে গিয়ে সততা ও নিষ্ঠার সাথে খাটনি করে আজ উনি ২১টি গ্যাস ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী।
যশোরের আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের রেগুলার এ আয়োজনে এই যাত্রায় উৎকৃষ্ট কথক ছিলেন আমেরিকার এ বিশিষ্ট ব্যবসায়ী।

আরও পড়ুনঃ লাখো মুসল্লির অংশগ্রহণে তুরাগতীরে জুমার নামাজ


সফল ব্যবসায়ী হয়ে ওঠার  জানাতে গিয়ে হাকিম মোহাম্মদ শহিদুজ্জামান বলেন, ‘ আমেরিকায় আমার এ  সোজা ছিলো না। ১৯৯৫ সালে বাংলাদেশ ছেড়ে যখন বিদেশ পাড়ি দিই, ঠিকমতো ইংরেজিও বলতে পারতাম না। ছোট্ট একটা কোম্পানিতে অনুশীলন চর্চার জন্য যোগদান করার পর শুধুমাত্র শিখতেই চেয়েছিলাম। বন্ধ করা এসেছে অথচ সততা দিয়েই লেগেছিলাম। তাই হয়তো আজ আপনাদের কাছে আমি সফল। আমিও খুশি, আলহামদুলিল্লাহ। ট্রাই সততার সঙ্গে শ্রম দিতে থাকলে স্রষ্টা ব্যর্থ করেন না। ’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা অ্যাসিসটেন্ট অধ্যাপক হামিদুল হক শাহীন। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা মূলত সফল মানুষের সান্নিধ্য পায় না বলেই তারা ব্যর্থতার পরাবৃত্তে ঘুরপাক খায়। শিক্ষার্থীদের সাকসেস মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়ে অনুপ্রাণিত করার লক্ষ্যেই প্ল্যান ব্যবস্থা ‘সফল যারা, কেমন তারা’। এই অনুষ্ঠানের অতিথি প্রবাসী হাকিম মোহাম্মদ শহিদুজ্জামান। শুধুমাত্র সততা দিয়েই তিনি এখন ভার্জিনিয়ার একজন সফল ব্যবসায়ী। তার আজকাল ২১টি গ্যাস ফিলিং স্টেশন বিদ্যমান ভার্জিনিয়াতে। ’
অনুষ্ঠানের শুরুতেই হামিদুল হক প্রধান কথক বিশিষ্ট ব্যবসায়ী হাকিম মোহাম্মদ শহিদুজ্জামানের হাতে শুভেচ্ছা স্মারক, নকশিকাঁথা ও পিঠা পার্ক-এর ডালা দিয়ে ধারণ করে নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow