বিদ্যুতের দাম নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা

Mar 30, 2023 - 17:22
 0
বিদ্যুতের দাম নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা
Photo: Collected

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কমছে। এটি অব্যাহত থাকলে দেশেও বিদ্যুতের দাম কমবে।

তিনি বলেন, ডলার সংকট ধীরে ধীরে কাটিয়ে উঠছে সরকার। আমরা সৌভাগ্যবান।বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে আমাদের বিদ্যুৎ পরিস্থিতি ভালো।


বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুতের দাম নিয়ন্ত্রণের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। '

তিনি বলেন, তবে বিদ্যুৎ ও জ্বালানির যে সংকট বিশ্বব্যাপী চলমান, 'তার জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধই দায়ী। আমরাও এর শিকার হয়ে পড়েছি। যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। ’

এফইআরবি চেয়ারম্যান শামিম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সংগঠনের নির্বাহী পরিচালক রিশান নসরুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা বক্তব্য দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow