পেরুতে সোনার খনিতে অগ্নিকাণ্ড, নিহত ২৭

লাতিন আমেরিকার দেশ পেরুর একটি সোনার খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও পৌনে দুইশো মানুষকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে।

May 8, 2023 - 13:03
 0
পেরুতে সোনার খনিতে অগ্নিকাণ্ড, নিহত ২৭
ছবি: সংগৃহীত

সোমবার (৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে খারাপ খনি দুর্ঘটনা।

উদ্ধারকারী দল জানিয়েছে, আরেকুইপা অঞ্চলের ‘লা এসপেরানজা’ নামে ওই সোনার খনির ভেতর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

খনি সংস্থা ইয়ানাকুইহুয়া জানায়, ১৭৫ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের শিকার এই খনিটি দেশটির দক্ষিণে অবস্থিত আরেকুইপা অঞ্চলের ছোট একটি খনি।

জানা গেছে, এখনো কয়েকজন শ্রমিক নিখোঁজ। তাদের খোঁজে স্বজনরা খনির চারপাশে ভিড় করেছেন।

উদ্ধারকারীদের ধারণা, আগুন ছড়িয়ে পড়ার সময় খনি শ্রমিকরা ভূপৃষ্ঠের প্রায় ৮০-১০০ মিটার গভীরে কাজ করছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow