পর্যটকদের জন্য নতুন স্পট তাহিরপুর

সুনামগঞ্জের তাহিরপুরের জবাব বড়দল ইউনিয়নের কাশতাল গ্রামের পাশে লাল শাপলার বিকি বিল হাওর পর্যটনের বিপুল সম্ভাবনাময় অঞ্চল পরিমাণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

Jan 17, 2023 - 19:45
 0
পর্যটকদের জন্য নতুন স্পট  তাহিরপুর
সংগ্রহীত ছবি

সুনামগঞ্জের তাহিরপুরের জবাব বড়দল ইউনিয়নের কাশতাল গ্রামের পাশে লাল শাপলার বিকি বিল হাওর পর্যটনের বিপুল সম্ভাবনাময় অঞ্চল পরিমাণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এটি উদ্বোধন করেন। তারপর উনি উপস্থিত সবার সম্মুখে পর্যটকদের ভ্রমণের জন্য নতুন এলাকা হিসেবে সেখানে ১টি সাইনবোর্ড টানিয়ে দেন।

আরও পড়ুনঃ শীতের হলুদের ব্যবহার সংক্রমণ কমায় , জেনে রাখুন এর কিছু উপকারিতা

এসময় তাহিরপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনতাসির হাসান পলাশ, সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথী, আসিফ আল জিনাত, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, কমিউনিটি  মাসুক মিয়া, বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমির উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,দেশের বিভিন্ন গৃহীত হতে আগত পর্যটকবৃন্দ ও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, তাহিরপুর উপজেলাধীন বিশ্ব ঐতিহ্যের অংশ টাংগুয়ার হাওর, নয়নাভীরাম শহীদ সিরাজ লেক, বারেকের টিলা, যাদুকাটা নদী, শিমুল বাগান, প্রত্মতাত্তিক নিদর্শন হলহলিয়া জমিদার বাড়ির পাশাপাশি লাল শাপলার বিকি বিলটি পর্যটন সম্ভবনার নতুন মাত্রাযোগ করবে। এই বিকি বিলটি হলহলিয়ার চক ও দিঘলবাঁক মৌজার প্রায় ১৪.৯৫ একর জায়গা নিয়ে গঠিত। কোনো রকম চাষাবাদ ছাড়াই ১৫-১৬ বছর যাবত প্রাকৃতিকভাবে এ বিলে লাল শাপলা ফুলের ব্যাপক সমারোহ ঘটে। বর্ষের ছয় মাস এই বিলে জল থাকে বিধায় ছয় মাসই লাল শাপলার এ অপরুপ দৃশ্য দর্শনার্থীগণ উপভোগ করতে পারেন। প্রভাত হতে দুপুর ১২টা পর্যন্ত ফুটে থাকা শাপলাগুলো সবুজের মধ্যে লাল চাদরে ঢেকে রাখে যা এখানে ঘুরতে আসা ভ্রমণ পিয়াসিদের ভ্রমণের খুশিতে নতুন মাত্রা প্রস্তুত করেছে। উনি বলেন, ভবিষ্যতে এটা পর্যটনে আকর্ষণে নিউ সম্ভাবনাসৃষ্টি করবে ও জেলা প্রশাসন বিকিবিল এর উন্নয়নসহ এলাকার রাস্তাঘাট উন্নয়নের অ্যারেঞ্জমেন্ট গ্রহণ করবেন।

আরও পড়ুনঃ শীতে আরব দেশে কদর বাড়ে তাঁবুর
  

স্থানীয় বাসিন্দা কমিউনিটি  মাসুক মিয়া বলেন, জেলার তাহিরপুর উপজেলাধীন জবাব বড়দল ইউনিয়নস্থিত বিকিবিলটি বাদাঘাট-একাতা বাজার-টেকেরঘাট পথের কাশতাল গ্রামের সাইডে অবস্থিত। কাশতাল, বরোখাড়া ও আমবাড়ি গ্রাম বিকি বিলটিকে তিনদিক থেকে ঘিরে রেখেছে যেটার পাশেই মেঘালয়ের সীমান্ত অবস্থিত।

তাহিরপুর এমনিতেই দেশি-বিদেশি হাজার হাজার পর্যটক প্রতিদিন টাগুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নীলাদ্রি), শিমুল বাগান, বারিক টিলা ও জাদুকাটা নদীর সৌন্দর্য দেখতে আসেন। অথচ বিকিবিল জুড়ে লাল শাপলার এরূপ সৌন্দর্য ছড়িয়ে আছে তা অনেকের নজরেই আসেনি। কতিপয় দিন ধরে সাংবাদিকদের ব্যাপক প্রচারণায় মানুষ দেখতে বিকিবিলটি দেখতে আসছেন। জেলা প্রশাসক মহোদয় এইখানে আসায় আরো আলোচনার সৃষ্টি হয়েছে। পর্যটন এলাকা ঘোষণা করায় ধন্যবাদ জানিয়ে উনি জানান, আগস্ট হতে নভেম্বর এ চার মাস মূলত লাল শাপলা থাকে। লাল শাপলার সৌন্দর্য দেখতে হলে সকালে আসতে হবে সবাইকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow