দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেশি দিন থাকবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্বের বহু দেশ যেখানে খাদ্য আমদানিতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে খাদ্যের অভাব নেই। যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তবে এটা সাময়িক, বেশি দিন থাকবে না।

Mar 31, 2023 - 15:25
 0
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেশি দিন থাকবে না: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

শুক্রবার (৩১ মার্চ) চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা পেছনে ফিরে যেতে চাই না।মানুষ এখন আর একই দিন ৫০০ যায়গায় বোমা-গ্রেনেড দেখতে চায় না, মানুষ এখন একই দিনে ৫০০ জায়গায় ব্রিজ আর সড়ক উদ্বোধন হচ্ছে— তা দেখতে চায়। আজকে শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে দারিদ্র্যসীমা ব্যাপকভাবে নেমে এসেছে।

অনুষ্ঠানে তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তির ১১ লাখ ২৩ হাজার ২শ টাকার চেক বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow