দাপ্তরিক কাজে কর্মকর্তাদের সরকারি ই-মেইল ব্যবহারের নির্দেশ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন অফিসের প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ে কর্মরত অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারীদের দাপ্তরিক কাজে সরকারি ই-মেইল ব্যবহারের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

Apr 2, 2023 - 12:23
 0
দাপ্তরিক কাজে কর্মকর্তাদের সরকারি ই-মেইল ব্যবহারের নির্দেশ
ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের সব জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ে কর্মরত অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারীরা দাপ্তরিক কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করছেন। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দাপ্তরিক কাজে সরকারি ই-মেইল ব্যবহারে বাধ্যবাধকতা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সরকারি ই-মেইল এড্রেস দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েব সাইটে দেওয়া হয়েছে। ই-মেইলের পাসওয়ার্ড অধিদপ্তরের প্রোগ্রামার প্রবীর কুমার দাসের কাছ থেকে সংগ্রহ করার জন্য বলা হয়েছে।

এ অবস্থায়, দাপ্তরিক কাজে সরকারি ইমেইল ব্যবহার নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। একইসঙ্গে বিষয়টি অতীব জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow