জাতীয় নির্বাচনের মাসে বিপিএলের স্লট নিয়ে দুশ্চিন্তায় পাপন

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছে। তবে পরবর্তী ১০ম বিপিএল কবে নাগাদ মাঠে গড়াবে সেটার দিনক্ষণ নিয়ে অবশ্য এখন থেকেই চিন্তিত বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

Jan 31, 2023 - 12:55
 0
জাতীয় নির্বাচনের মাসে বিপিএলের স্লট নিয়ে দুশ্চিন্তায় পাপন
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ দেখতে আসেন বিসিবি বস পাপন : সংগ্রহীত ছবি

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছে। তবে পরবর্তী ১০ম বিপিএল কবে নাগাদ মাঠে গড়াবে সেটার দিনক্ষণ নিয়ে অবশ্য এখন থেকেই চিন্তিত বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

বিপিএল

  • সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ দেখতে আসেন বিসিবি বস পাপন। প্রেসিডেন্ট বক্সে বসেই দেখেছেন দিনের প্রথম ম্যাচ। এরপর সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানে জানিয়েছেন পরবর্তী বছরের জন্য বিপিএলের স্লট বের করাই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
  • প্রয়োজনে পরবর্তী বিপিএল দুই ধাপে করার বিকল্প পরিকল্পনাও আছে বিসিবির। সোমবার সিলেটে গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বলেছেন- ‘সামনের বছর আমাদের পরের বিপিএল। এটার স্লটই আমরা এখন খুঁজে পাচ্ছি না। স্লট বের করাই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা পেয়েছি, কিন্তু ওই সময়ে যদি নির্বাচন হয় তাহলে মাঝে গ্যাপ দিতে হতে পারে। তখন আমরা নিরাপত্তা পাব কোথায়? সবাই তো নির্বাচনে ব্যস্ত থাকবে।’ 

আরও পড়ুনঃ দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম


বিপিএলের সিলেট পর্বে উপচে পড়া ভিড়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কানায় কানায় ভরা। বিপিএলকে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে খুলনা, কুমিল্লা, বরিশালে নিতে পারলে এর দর্শক জনপ্রিয়তা বাড়বে।

বিসিবি সভাপতি জানিয়েছেন, তাদেরও একাধিক ভেন্যুতে বিপিএল আয়োজনের ইচ্ছে আছে। কিন্তু সময় বের করা কঠিন। ঢাকা-চট্টগ্রাম হয়ে বিপিএল ঢাকা-সিলেটে নেওয়ার সময় বের করাই কঠিন বলে মন্তব্য করেছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow