ইলেকট্রিক মোটর ঘোষণা দিয়ে আমদানি করা হলো গুঁড়া দুধ

ইলেকট্রিক মোটর ঘোষণা দিয়ে দুবাই থেকে সাড়ে ১৩ হাজার কেজির বেশি গুঁড়া দুধ আমদানি করেছে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি হলো ঢাকার নবাবপুরের পদ্মা সেফটি প্রোডাক্টস।

Mar 31, 2023 - 15:27
 0
ইলেকট্রিক মোটর ঘোষণা দিয়ে আমদানি করা হলো গুঁড়া দুধ
ছবি: সংগৃহীত

গত মঙ্গলবার (২৮ মার্চ) চালানটি কায়িক পরীক্ষা শেষে তা আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা গেছে, ইলেকট্রিক মোটর ঘোষণা দিয়ে গত ১৩ মার্চ দুবাই থেকে একটি চালান চট্টগ্রাম বন্দরে আসে। এরপর চালানটি খালাসের জন্য আমদানিকারক প্রতিষ্ঠান পদ্মা সেফটি প্রোডাক্টস থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পণ্যচালানের ধরন ও রপ্তানি বন্দরের অসামঞ্জস্য তথ্যের কারণে, সেটি নজরদারিতে রেখেছিল কাস্টমস কর্তৃপক্ষ।

পরে গত ২৮ মার্চ চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করে দেখা যায়, চালানটিতে ইলেকট্রিক মোটরের পরিবর্তে ১৩ হাজার ৫৩০ কেজি নিডো ব্রান্ডের গুঁড়া দুধ রয়েছে। নিয়ম অনুযায়ী, ঘোষিত ইলেকট্রিক মোটরের শুল্কহার মাত্র ২৬ দশমিক ২০ শতাংশ। অন্যদিকে গুঁড়া দুধের শুল্ক হার ৮৯ দশমিক ৩২ শতাংশ।

এ বিষয়ে কাস্টমসের ডেপুটি কমিশনার সাইফুল হক বলেন, চালানটি খালাস হলে সরকার প্রায় ৫৫ লাখ টাকার রাজস্ব হারাতো। মিথ্যা ঘোষণায় রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য আমদানির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow