আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি হাঁকালেন সাকিব

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে মুমিনুল হকের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিজে এসে প্রথম বলেই চার মেরে শুরু করেন সাকিব। এরপর আইরিশ বোলারদের ওপর আগ্রাসী মনোভাব ধরে রাখেন তিনি। যার ফলে মাত্র ৪৫ বলেই ফিফটি তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

Apr 5, 2023 - 13:33
 0
আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি হাঁকালেন সাকিব
ছবি: সংগৃহীত

আজ (৫ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ব্যাটিংয়ে নামে টাইগাররা। ২ উইকেটে ৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে সকালেই মুমিনুল হককে হারানোর পর চাপে পড়ে স্বাগতিকরা।

তবে সেই চাপের মুখে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ চালান অধিনায়ক সাকিব আল হাসান। দুজনের জুটিতে মাত্র ৫৩ বলেই ৫০ রান পূর্ণ হয়। তবে মুশফিকের চেয়ে তুলনামূলক বেশি আক্রমণাত্মক খেলছেন সাকিব। ক্যারিয়ারের ৩১তম অর্ধশতক তোলার সময়ও সাকিব পরপর দুই বলে চারের বাউন্ডারি খেলেন।

তার পুরো ইনিংসই তিনি সাজিয়েছেন আইরিশ বোলারদের বল একের পর এক সীমানাছাড়া করে। এই প্রতিবেদন লেখার সময় ৩০ ওভারে করেছে ১৩৬/৩। সাকিব ৬০ ও মুশফিক ৩৩ রান নিয়ে ব্যাট করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow