অ্যামাজনের শুরুটা যেভাবে করেছিলেন জেফ বেজস

কম্পিউটার সাইন্সে ডিগ্রি নেওয়ার পরে, জেফ ওয়াল স্ট্রিটের অনেকগুলো ফার্মে কাজ করেছেন। এর সুবাদে ১৯৯০ সালে তিনি সবচেয়ে কম বয়সে কোন প্রতিষ্ঠানের সভাপতি সিলেক্টেড হন।

Nov 24, 2022 - 06:21
 0
অ্যামাজনের শুরুটা যেভাবে করেছিলেন জেফ বেজস
জেফ বেজস

কম্পিউটার সাইন্সে ডিগ্রি নেওয়ার পরে, জেফ ওয়াল স্ট্রিটের অনেকগুলো ফার্মে কাজ করেছেন। এর সুবাদে ১৯৯০ সালে তিনি সবচেয়ে কম বয়সে কোন প্রতিষ্ঠানের সভাপতি সিলেক্টেড হন।

সেসময়ে আর্কষণীয় বেতন, চাকুরীর স্থায়িত্ব, পদমর্যাদা সহ সবকিছু তার নিকট ছিলো। কিন্তু উনি চাকুরী ছেড়ে দিয়ে নতুন ১টি পরিকল্পনা হাতে নিলেন। উনি নিজের ব্যবসা চালু করতে চাইলেন।

নতুন এ বিজনেসের জন্যে সিয়েটলে বসবাস শুরু করেন এবং ওখান থেকে আমাজন ডট কম তৈরীর জন্যে কাজ চালু করেন। শুরুর দিকে এটি কেবলমাত্র একটি অনলাইন বুকস্টোর ছিলো।

কাজ শুরুর মাত্র দুইমাসে ভিতরে এ স্টোরের বিক্রি ২০,০০০ ডলারে গিয়ে দাঁড়ায়। বর্তমানে অ্যামাজন ডট কম অনলাইন শপের সর্বাপেক্ষা বড় স্থান দখল করে আছে। এই সফলতার ফলে জেফ বর্তমান সম্পদশালীদের দিকে হতে দ্বিতীয় অবস্থানে আছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow