ইলন মাস্কের সংগ্রামী জীবন ও সফলতা

ইলন মাস্ক টেসলা মটরস ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠান দুইটির সুন্দর সাফল্য তাকে বিশ্বের ১২তম ধনশালী ব্যক্তিতে রুপান্তর করেছে। অথচ সাফল্যের চূড়ায় পৌছানোর আগে তিনি প্রচুর সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছেন।

Nov 24, 2022 - 06:13
 0
ইলন মাস্কের সংগ্রামী জীবন ও সফলতা
ইলন মাস্ক

ইলন মাস্ক টেসলা মটরস ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠান দুইটির সুন্দর সাফল্য তাকে বিশ্বের ১২তম ধনশালী ব্যক্তিতে রুপান্তর করেছে। অথচ সাফল্যের চূড়ায় পৌছানোর আগে তিনি প্রচুর সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছেন।

নিজের প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠান পেপালের লভ্যাংশ হতে কতিপয় মূলধন নিয়ে নিজের বিশেষ প্রবৃত্তি থেকে নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। মঙ্গলগ্রহে সত্যিকারের ১টি কলোনি স্থাপন তার স্বপ্ন ছিলো। এর ফলে তিনি সুলভ মূল্যে সার্ভিস দিতেন।

এভাবেই SpaceX এর  শুরু। যাই হোক, কোম্পানিটির ১ম তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ ব্যর্থ হয় ও দেওলিয়া হওয়ার অবস্থায় চলে যায়। এরূপ অবস্থায় কেবল একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্যে প্রচুর অর্থ ছিলো।

ইলন এ টাকা-পয়সা দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ না করে অন্যকিছুতে ইনভেস্ট করতে পারতেন। তবুও তিনি তা করেননি। তিনি চতুর্থবারের মত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন এবং সাকসেস হন।

ইলনের আরেকটি শখ ছিলো – নবায়নযোগ্য শক্তি দিয়ে পরিচালিত গাড়ি।

২০০৮ সালের অর্থনৈতিক মন্দার টাইমে টেসলা তাদের প্রথম গাড়ি মার্কেটে আনে। তা সত্ত্বেও বাজার মূল্য দাঁড়ায় প্রত্যাশিত দামেরও দ্বিগুণ। ফলে টেসলা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। অথচ মার্কেটিং আর পজিটিভ রিভিউয়ের মাধ্যমে এটা বাজার ধরে রাখে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow