কোস্টারিকার জালে স্পেনের গোল উৎসব

কাতার বিশ্বকাপে নিজেদের ১ম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে রীতিমতো ছেলেখেলা করেছে স্পেন। লা রোজাদের আধিপত্যের বিপরীতে টার্গেটে একটি শটও নিতে পারেনি কেইলর নাভাসের দল। বুধবার (২৩ নভেম্বর) লুইস এনরিকের শিষ্যদের জয়টাও এসেছে ৭-০ গোলের বৃহৎ ব্যবধানে। বিশ্বকাপ ইতিহাসে এটাই স্পেনের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ১৯৫০ বর্ষের আসরে ব্রাজিল এবং ১৯৯৮ সালের আসরে বুলগেরিয়ার বিপক্ষে ৬-১ ব্যবধানে জিতেছিল তারা।

Nov 24, 2022 - 02:42
 0
কোস্টারিকার জালে স্পেনের গোল উৎসব
ছবি সংগৃহীত

কাতার বিশ্বকাপে নিজেদের ১ম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে রীতিমতো ছেলেখেলা করেছে স্পেন। লা রোজাদের আধিপত্যের বিপরীতে টার্গেটে একটি শটও নিতে পারেনি কেইলর নাভাসের দল। বুধবার (২৩ নভেম্বর) লুইস এনরিকের শিষ্যদের জয়টাও এসেছে ৭-০ গোলের বৃহৎ ব্যবধানে। বিশ্বকাপ ইতিহাসে এটাই স্পেনের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ১৯৫০ বর্ষের আসরে ব্রাজিল এবং ১৯৯৮ সালের আসরে বুলগেরিয়ার বিপক্ষে ৬-১ ব্যবধানে জিতেছিল তারা।

প্রথমার্ধেই কোস্টারিকার নাজেহাল সিচুয়েশন বানায় স্পেন। নির্ধারিত ৪৫ মিনিটের খেলা শেষে ৩-০ গোলে এগিয়ে যায় লুইস এনরিকের শিষ্যরা। আল থুমামা স্টেডিয়ামে বুধবার (২৩ নভেম্বর) কোস্টারিকার বিপক্ষে চালু হতে আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল স্পেন। ১১ মিনিটের মাথায় তার ফলও পায় ২০১০ বছরের চ্যাম্পিয়নরা। স্পেনকে এ সময় লিড এনে দেন দানি ওলমো। আত্মঘাতী গোলের মেজারমেন্ট বাতিল দিলে ২০০২ বর্ষের পর বিশ্বকাপে স্পেনের এটা সর্বাপেক্ষা দ্রুততম গোল।

ঠিক ১০ মিনিট পরে আবার গোল হজম করে কেইলর নাভাসের দল। বাম প্রান্ত হতে এই সময় ডি বক্স বরাবর বল বাড়িয়ে দেন বার্সেলোনা ডিফেন্ডার জর্দি আলবা। তার বল অনেকটা ফাঁকায় পান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড মার্কো অ্যাসেন্সিও। সেখান থেকে নিঁখুত শটে গোল করেন ২৬ বছর বয়সী ফুটবলার।

কিছুক্ষণ পর আলবাকে ডি বক্সের ভেতর ফেলে দেন কোস্টারিকার দুয়ার্তে। রেফারি কোনো ইতস্তত ছাড়াই পেনাল্টির সিদ্ধান্ত দেন। ওখান হতে সাকসেস কিক নেন ফেরান তোরেস। ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০। কোস্টারিকার বলে নিয়ন্ত্রণও ছিল অতিশয় ছাড় সময়।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে স্পেন। বিরতি হতে ফেরার কিছুক্ষণ পর নিজের জোড়া গোল পূরণ করেন তোরেস। স্পেনের হয়ে এটি তোরেসের ১৫তম গোল। ৭৪ মিনিটে জাল কাঁপান বার্সেলোনার নবযৌবনপ্রাপ্ত মিডফিল্ডার গাভি। তার গোলে অ্যাসিস্ট করেন আলভারো মোরাতা। নির্ধারিত ৯০ মিনিটের সময় গোল পান বদলি নামা কার্লোস সোলার। আর টিমের সমাপ্ত গোলটি আসে আলবারো মোরাতার কদম থেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow