আসল চেহারা দেখাবে ক্রোয়েশিয়া

সবশেষ বিশ্বকাপের রানার্সাআপ ক্রোয়েশিয়া। কাতারে শুরুটা ছিল গোলশূন্য ড্র দিয়ে, মরক্কোর বিপক্ষে। তবে ‘এফ’ গ্রুপে জ্লাটকো ডালিচের শিষ্যরা তাদের দ্বিতীয় ম্যাচে ফিরে স্বরূপে।

Nov 30, 2022 - 23:37
 0
আসল চেহারা দেখাবে ক্রোয়েশিয়া

কানাডাকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। প্রথম রাউন্ডে আগামীকাল ক্রোয়াটদের সমাপ্ত ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে। নকআউটের নিশ্চিতের ম্যাচে খাঁটি গঠন দেখাবে ক্রোয়েশিয়া এমনটাই জানিয়েছেন মিডফিল্ডার মাতেও কোভাসিচ।

টুর্নামেন্টে সম্প্রতি পর্যন্ত অপরাজিত থাকলেও শেষ ষোলো নিশ্চিত হয়নি  আসরের ফাইনালিস্টদের। গ্রুপপর্বের বাধা টপকাতে কাল বিন আলি স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে ড্র-ই বহু ক্রোয়েশিয়ার। তবে দলটি এক পয়েন্টের জন্য নয়, জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।

বুধবার বার্তা সম্মেলনে ক্রোয়েশিয়া কোচ ডালিচ বলেন, ‘এটা বাঁচা-মরার ম্যাচ। দুই টিমের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। রাতারাতি ফুটবল খেলতে ভুলে যাবে না বেলজিয়াম। ক্রোয়েশিয়াকে সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। কানাডা ম্যাচে যেমন খেলেছি তার পুনরাবৃত্তি করতে হবে।’

ডালিচ যোগ করেন, ‘আমরা বিশে^র ২য় র‌্যাঙ্কিং টিমের বিরুদ্ধে খেলছি, যারা চার বছর র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল। আমরা প্রস্তুত। আমরা ১টি পয়েন্টের জন্য খেলব না, কারণ একটি ড্র সবমসয় খারাপ কিছু নিয়ে আসে।’

সম্প্রতি কিছু মিডিয়ায় রটেছে যে বেলজিয়াম শিবিরে দ্বন্দ্বে জড়িয়েছে খেলোয়াড়রা। যদিও সেই  প্রতিবেদন ‘ভুল’ বলে উড়িয়ে দিয়েছেন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ। ডালিচও বললেন, ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না তারা।

ক্রোয়েশিয়া কোচের ভাষ্য ছিল এমন, ‘আমাদের নির্ভার থাকা উচিত হবে না। তিনি (মার্টিনেজ) একজন অসাধারণ কোচ এবং ক্রোয়েশিয়াকে কীভাবে প্রহার করতে হয় তা জানেন। আমরা মিডিয়ার ছোট গল্প এবং ভিত্তিহীন দ্বারা প্রতারিত হব না। আমরা বেলজিয়ামের কাছ হতে তাদের সেরাটা আশা করছি।’

কোচের কন্ঠে সুর মিলিয়েছেন মাতেও কোভাসিচ। ক্রোয়াট মিডফিল্ডার বলেন, ‘আমরা পরিকল্পনা নিয়েছি ও আমরা প্রচণ্ড দক্ষ বেলজিয়ামের প্রত্যাশা করছি। এটা একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমাদের নিশ্চয়ই মনোযোগী ও প্রস্তুত থাকতে হবে। আমরা আমাদের আসল চেহারা দেখাব, যেমনটা দেখিয়েছি কানাডার বিপক্ষে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow