সফল মানুষের ব্যর্থতার গল্প : কনোনেল স্যান্ডার্স

Nov 21, 2022 - 02:37
 0
সফল মানুষের ব্যর্থতার গল্প : কনোনেল স্যান্ডার্স

কেএফসির লোগো নিশ্চই দেখেছেন।  লোগোর ফ্রেঞ্চকাট দাড়িওয়ালা হাসিমুখের লোকটিই কনোনেল স্যান্ডার্স।  উনি কেএফসি নামক বিশ্বের সবচেয়ে সুবিশাল ও সনামধন্য ফাস্টফুড চেইনের প্রতিষ্ঠাতা।  আপনি যদি আপনার এলাকায় কেএফসির ১টি শাখা খুলতে চান, কিন্তু আপনাকে কেবলমাত্র তাদের ফ্রেঞ্চাইজি ব্যবহারের জন্য ৪৫ হাজার ডলার বা প্রায় ৩৮ লাখ টাকা দেওয়ার জন্য হবে।  এতবড় এজেন্সি যাঁর রেসিপি হতে শুরু, সেই রেসিপি বিক্রী করতে ওনাকে ১০০৯ বার অসমর্থ হতে হয়েছিল। 

৫ বছর বয়সে বাবা হারানোর পর হতে তাঁর সংগ্রাম চালু হয়েছিল।  নিজের রান্নার দক্ষতার কারণে কাজ পেতে কোনো সময়েই অসুবিধা হয়নি।  তবুও যখনই নিজে কয়েকটি করতে গেছেন – তখনই অসমর্থ হয়েছেন।  ১৯৩৯ সালে ৪৯ বছর বয়সে প্রচুর কষ্টে একটি মোটেল আরম্ভ করেন।  মোটেলটি ৪ মাস চলার পরই অগ্নি ধরে ধ্বংস হয়ে যায়।  ৫০ বছর বয়সে উনি তাঁর সিক্রেট চিকেন ফ্রাই রেসিপি নিয়ে কাজ করতে শুরু করেন।

১৯৫৫ সালে তাঁর আরও ১টি উদ্যোগ ব্যর্থ হয়।  তিনি ১টি চার রাস্তার মোড়ে রেস্টুরেন্ট খুলেছিলেন।  ভালোই চলছিল সেটি।  তবুও নিউ উপায় হওয়ার ফলে সেই পথ দ্বারা গাড়ি চলা বন্ধ হয়ে যায়, ফলে রেস্টুরেন্টও অফ করতে হয়।  সেই বছর ৬৫ বছর বয়সী কনোনেলের হাতে মাত্র ১৬৫ ডলার ছিল।  এরপর তিনি তাঁর চিকেন রেসিপি বিক্রী করার ট্রাই করেন।  ১০০৯টি রেস্টুরেন্ট ওনাকে ফিরিয়ে দেয়ার পর একটি রেস্টুরেন্ট তাঁর রেসিপি নিয়ে কাজ করতে রাজি হয়।  বাকিটা তো বুঝতেই পারছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow