সফল মানুষের ব্যর্থতার গল্প : জ্যাক মা

Nov 21, 2022 - 02:30
 0
সফল মানুষের ব্যর্থতার গল্প : জ্যাক মা

আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা – এর সম্পর্কে নিউ করে কয়েকটি বলার নেই।  সবাই জানেন যে চীনের এ ধনকুবের ব্যবসায়ী একদম সাধারণ পরিস্থিতি হতে উঠে এসে বিশ্বের সর্বাপেক্ষা  আর বিখ্যাত মানুষদের একজন হয়েছেন।  এ্যাভারেজে তুলেছেন আজকের দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানীগুলোর একটি।  আর এই দুর্দান্ত সাকসেস মানুষটির ব্যর্থতার গল্প যেন একটি ট্রাজেডি সিরিয়াল।

কলেজে ভর্তি হবার টাইমে ৩ বার অ্যাডমিট পরীক্ষায় ফেল করে ৪র্থ বার সুযোগ পান।  অতঃপর জব করতে গিয়ে বহুবার বার ব্যর্থ হন! পুলিশে ১০ মনুষ্য এক্সাম দিয়ে ৯জন জব পেল, বাতিল পড়লেন জ্যাক।  কেএফসিতে ২৪ জনের ভিতরে জ্যাক ব্যতীত ২৩ জনের চাকরি হলো।  হার্ভার্ডে ১০ বার চেষ্টা করেও তিনি সুযোগ পাননি।  এভাবে অনেক ব্যর্থতার পর চেষ্টা করতে করতে সর্বশেষে তিনি আলিবাবা প্রতিষ্ঠা করে সাফল্য পান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow