সফল মানুষের ব্যর্থতার গল্প : আব্রাহাম লিংকন

Nov 21, 2022 - 02:21
 0
সফল মানুষের ব্যর্থতার গল্প : আব্রাহাম লিংকন

১৮০৯ সালে জন্ম নেয়া এই লোকটি আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট।  আমেরিকার সর্বকালের সেরা প্রেসিডেন্ট হিসেবে ধরা হয়ে যায় তাঁকে।  আমেরিকায় দাসদের স্বাধীনতা লাভের পেছনে তাঁর অবদানই সবচেয়ে বেশি।  রাজনীতি এবং খ্যাতির পক্ষ দিয়ে তিনি নি:সন্দেহে বিশ্বের ইতিহাসের সফলতম মানুষদের একজন।  তা সত্ত্বেও তাঁর শুরুটা কিন্তু ব্যর্থতার গল্প দিয়েই।  

২৩ বছর বয়সে তাঁর চাকরি চলে যায়। সেই টাইমে তিনি তাঁর প্রথম নির্বাচনেও হারেন।  ২৯ বছর বয়সে হাউস অব রিপ্রেজেন্টেটিভ এর সদস্য হওয়ার জন্য ইলেকশন করে হারেন।

১৮৪৮ সালে, ৩৯ বছর বয়সী লিংকন ওয়াশিংটনের জেনারেল ল্যান্ড অফিসের কমিশনার হওয়ার জন্য ইলেকশন করে পরাজিত হন।  ৪৯ বছর বয়সে সিনেটর হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়ে শোচনীয় ভাবে পরাজিত হন।  এত ব্যর্থতার পরও উনি রাজনীতি না ত্যাগ চেষ্টা করে যান।  পরিশেষে ১৮৬১ সালে, ৫২ বছর বয়সে উনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।  প্রেসিডেন্ট হওয়ার আগের প্রায় পুরোটাই ছিল ব্যর্থতার গল্প।  তা সত্ত্বেও অতঃপর তিনি ইতিহাস বদলে দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow