দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি

পণ্য পরিবহন বন্ধ, কার্যক্রম ব্যাহত বন্দরের, লঞ্চশূন্য সদরঘাট

Nov 28, 2022 - 11:53
Nov 28, 2022 - 19:31
 0
দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি
ধর্মঘটের কারণে ঘাটেই নোঙর করা হয়েছে লঞ্চ। শ্রমিকরাও অলস সময় কাটাচ্ছে।

মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে রাজধানীসহ সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আর ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বরিশাল হতে ভোলা, মেহেন্দীগঞ্জ, পাতারহাট, উলানিয়া, ইলিশা, মজু চৌধুরীর হাটসহ ইন্টারনাল ১৪টি রুটে ও সরাসরি ভাবে ঢাকা-বরিশাল রুটে ঘটমান এ ধর্মঘট। সহসা করে সব রুটে নৌ ধর্মঘট দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ-বন্দর পরিচালকবৃন্দ এবং আন্দোলনকারীরা জানান, নৌযান ধর্মঘটের জন্য কোনো মালবাহী জাহাজ আসা-যাওয়া করেনি। সার, ক্লিংকার, জ্বালানি তেল ও আদার্স মালামালবাহী প্রায় ৭২টি জাহাজ বাঘাবাড়ি বন্দরে অবস্থান করলেও মাল আনলোড বন্ধ রয়েছে।

কর্মবিরতির কারণে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন জাহাজ মালিকরা। কর্মচারী নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

সর্বনিন্ম ২০ হাজার টাকা বেতন, কর্মস্থলে এবং দুর্ঘটনায় মৃত্যুজনিত ১০ লাখ টাকা ক্ষতিপূরণসহ ১০ দফা দাবিতে শনিবার (২৬ নভেম্বর) রাত থেকে ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow