সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে সাত মামলা
বাংলাদেশ সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনের আওতায় খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালত সাত মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল জেলা শহরের জিরো মাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম।
সড়ক নিরাপদ নিয়ন্ত্রণ আইন ৬৬, ৭৫ ও ৭৭ ধারায় ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও রোড পারমিটের জন্য মামলাগুলো করা হয়েছে।
সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম বলেন, সড়ক নিরাপদ রাখতে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত। আমরা সকাল থেকে এখানে অভিযান পরিচালনা করছি। এ পর্যন্ত ৭ জনকে জরিমানা করেছি। আগামীতে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?